ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরফ শীতল জলে সাঁতার প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১১, ২৮ জানুয়ারি ২০১৯

 বরফ শীতল  জলে সাঁতার  প্রতিযোগিতা

জার্মানিতে নদীর বরফ শীতল জলে একটি সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে সববয়সী প্রায় দুই হাজার মানুষ। শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলে দানিয়ুব নদীতে বার্ষিক ৪০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় রেকর্ড এক হাজার ৯১৭ জন অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। -খবর ওয়েবসাইট। এ বছর জনপ্রিয় এই প্রতিযোগিতাটি ৫০তম বছরে পা দিয়েছে। অধিকাংশ অংশগ্রহণকারী নিওপ্রিনের তৈরি সাঁতারের পোশাক, ভাইকিং হেলমেট ও বিভিন্ন রংয়ের বর্ণিল পোশাক পড়ে অংশ নিলেও তথাকথিত ৭০ জন ‘নাঙ্গা সাঁতারু’ শুধু তাদের গোসলের পোশাক পড়ে অংশ নিয়েছেন। এ সময় নদীর পানির তাপমাত্রা ২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস ছিল বলে জানিয়েছেন সংগঠকরা। ২০ সাঁতারু হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের পানি থেকে সরিয়ে নেয়া হয়।
×