ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষকের উন্নয়ন ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয় ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ জানুয়ারি ২০১৯

কৃষকের উন্নয়ন ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয় ॥ ড. রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ জানুয়ারি ॥ কৃষিমন্ত্রী ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন কমিটির সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের ৬০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে। এখনও ৪৫ ভাগ মানুষের জীবিকা আসে কৃষি থেকে। কৃষিকে আমরা শিল্পায়ন ও প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করার ব্যবস্থা করব। কৃষি প্রধান বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন-অগ্রগতি আর আধুনিকায়ন ছাড়া উন্নত সোনার বাংলা গড়া সম্ভব নয়। আর এজন্য কৃষির বিকাশে যারা কাজ করছেন তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের এ দায়িত্ব মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করতে হবে। তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য কৃষির পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রতিও গুরুত্বারোপ করেন। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি ইউনিয়নে নিজ বাসভবন ‘রেজিয়া কুঞ্জে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী একথা বলেন। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন কমিটির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যে কোন মূল্যে কৃষিকে লাভজনক ও সম্মানজনক পেশায় পরিণত করা হবে। আর এজন্য যে ধরনের কৌশল অবলম্বন করা দরকার তাই করা হবে। তিনি এ কাজে সফলতা অর্জনের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি তার কাজে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাও প্রত্যাশা করেন। তিনি বলেন, মফস্বল সাংবাদিকদের কঠিন ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সৎ, নির্ভীক সাংবাদিকরা এদেশে অনেক ভাল কাজ করছে। সরকার তাদের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। দেশের মফস্বল পর্যায়ের সাংবাদিকের অধিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বোর্ড মিটিং-এ মফস্বল সাংবাদিকদের কর্ম দক্ষতা বাড়ানোসহ আর্থিক নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে বলেও জানান। কৃষিমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমি মনে করি তারা জনগণের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের সমর্থন হারিয়েছে। আমরা চাই বিএনপি উপজেলা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতামূলক স্থানীয় সরকার নির্বাচন হোক। যেখানে সকলেই অংশগ্রহণ করবে। বিএনপি সংসদে এসে তাদের কথা বলা উচিত। এতে তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আনছার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি জাফর আহমেদ, প্রথম আলো প্রতিনিধি কামনাশীষ শেখর, জনকণ্ঠ প্রতিনিধি ইফতেখারুল অনুপম, সমকাল প্রতিনিধি আব্দুর রহিম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি নাসির উদ্দিন, সকালের সময় প্রতিনিধি এম কবির, ভোরের পাতার মধুপুর প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান, বাংলাদেশ খবরের ধনবাড়ী প্রতিনিধি ইউনুস আলী প্রমুখ। এরপর কৃষিমন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার আবহমান লোকজ সংস্কৃতির ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শনিবার বিকেলে উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের ময়দানে এ ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। ওই মাঠে বসেছে গ্রামীণমেলা। মেলায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত, নাটক। ঘোড়দৌড় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস, মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার সফি উদ্দিন উদ্দিন মণি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, গাজী টিভির নির্বাহী পরিচালক ড. বায়েজিদ মোড়ল, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মীর ফরহাদুল আলম মনি, মধুপুর থানার (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ। মধুপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় লক্ষাধিক নারী-পুরুষ ও শিশু উপভোগ করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ঘোড়া অংশগ্রহণ করে।
×