ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে ফিরতে পারছে না ভারতে আটক ১২ যুবক

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ জানুয়ারি ২০১৯

দেশে ফিরতে পারছে না ভারতে আটক ১২ যুবক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক ১২ বাংলাদেশী যুবক প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না। প্রায় তিন বছর ধরে তারা ভারতের একটি শেল্টার হোমে আছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশী যুবকদের ভারতে আটকে থাকার বিষয়টি জানান বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার এ্যাডভোকেট নাসিমা খাতুন। তিনি বলেন, ভাল কাজের প্রলোভনে দালালের মাধ্যমে গত তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ১২ যুবককে ভারতে নিয়ে যাওয়া হয়। পরে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে ভারতের উত্তর ২৪ পরগনার ধুব্র আশ্রম এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিভিন্নভাবে যোগাযোগ করে। কিন্তু ঠিকানা যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে তারা সেখানে আটকে আছেন। তিনি আরও বলেন, ভারতে আটক যুবকের একটি তালিকা পাঠিয়েছেন কলকাতার ধুব্র আশ্রমের কর্মকর্তারা। তারা জানিয়েছেন ওই যুবকদের প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতার জন্য কিশোরদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাগজপত্রের জটিলতা নিরসন হলেই তারা দ্রুত দেশে ফিরতে পারবেন বলে জানান তিনি।
×