ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সর্বকনিষ্ঠ নাপিত

প্রকাশিত: ০৫:০৫, ২১ জানুয়ারি ২০১৯

সর্বকনিষ্ঠ নাপিত

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের লোকজন এক পুঁচকে নরসুন্দরের কাছে পছন্দের চুলের ছাঁট দিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কারণ আলিজা নামে ৭ বছর বয়সী এই নাপিত এত সুন্দর করে চুলের ছাঁট দিতে পারে যা দীর্ঘদিন ধরে এ পেশায় থাকা নাপিতরা পারে না। নারী ও পুরুষের চুল সমানভাবে কাটতে পারদর্শী আলিজা। হিউস্টনের প্রাণকেন্দ্রের এক দোকানে আলিজা দিনের একটা নির্দিষ্ট সময় কাজ করতে আসে। আর এই সময়টুকু আগে থেকেই বুকিং দিয়ে রাখে অনেকে। আলিজার বাবা ফ্রাঙ্কি হারনানদেজ বলেন, মাত্র ৪ বছর বয়সে চুলকাটায় হাতেখড়ি আলিজার। ওই সময়ই হঠাৎ একদিন কাচি হাতে নিয়ে একজনের চুল কাটতে থাকে মেয়েটি। এই কাজটির প্রতি আলিজার আগ্রহ দেখে আমি মেয়েটিকে সেলুনে নিয়ে আসি। সেলুনে বসে সে অন্য নাপিতদের কাজ দেখে খুব সইজেই চুলছাট দেয়া শিখে ফেলে। আলিজা অল্প সময়ের মধ্যেই অত্যন্ত দক্ষতার সঙ্গে চুল কাটতে পারে। ফ্রাঙ্কি হারনানদেজ আরও বলেন, আলিজা এখনও চুল কাটার লাইসেন্স পায়নি। কারণ চুল কাটার লাইসেন্স পেতে বয়সের দরকার হয়। তবে এরই মধ্যে সে ব্যক্তিভাবে অনেকের চুলকেটে জনপ্রিয়তা পেয়েছে। আলিজা খুব শীঘ্রই আন্তঃঅঙ্গরাজ্য চুলকাটা প্রতিযোগিতায় অংশ নেবে। এরপর দেশব্যাপী প্রতিযোগিতায় নাম লেখাবে। -কেটিআরকে অবলম্বনে।
×