ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

রাবিতে ‘দ্য ফাদার’ নাটকের প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৬:১১, ১৬ জানুয়ারি ২০১৯

রাবিতে ‘দ্য ফাদার’ নাটকের প্রদর্শনী শুরু

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে অগাস্ট স্ট্রিন্ডবার্গের ‘দ্য ফাদার’ নাটকটির প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী প্রদর্শনীটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিভাগের থিয়েটার ল্যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। নাট্যকলা বিভাগের ১৭তম ব্যাচের প্রযোজনায় নাটকটির পরিকল্পনা ও পরিচালনা করছেন বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সরকার। নাটকটিতে দেখা যাবে- ক্যাপ্টেন এ্যাডলফ ও ল্যরার একমাত্র সন্তান বার্থা। চাকরি জীবনের শেষ প্রান্তে গবেষণার পাশাপাশি বার্থার ভবিষ্যত জীবন নিয়ে চিন্তিত ক্যাপ্টেন এ্যাডলফ। এদিকে মেয়ে ও সংসারের একমাত্র প্রধান কর্তৃত্ব আদায়ের লক্ষ্যে ল্যরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এতে ক্যাপ্টেন এ্যাডলফ মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে তিনি দিশেহারা হয়ে মৃত্যুবরণ করেন। নাটকের পরিচালক সহকারী অধ্যাপক কৌশিক সরকার বলেন, নারী-পুরুষ অথবা স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের রসায়নটি নাট্যকার ক্যাপ্টেন ও ল্যরার চরিত্রের মধ্যে নিয়ে এসেছেন। বিভাগের ১৭ ব্যাচের প্রযোজনা পরীক্ষার জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি অনুবাদ করেছেন বিভাগের শিক্ষার্থী ফারজানা আফরীন রূপা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজমুস সাকিব, হাসিবুল হাসান দীপ্ত, তামান্না জাহান নেলী, সানজিদ ইসলাম প্রত্যাশা, নিশুতি সরকার, প্রিয়াংকা সেন, ফারজানা হাসান, সঞ্চিতা রায়, সোহান আহমেদ, শ্রাবণী, অর্থী, বর্ষা, মিমি, পার্থ সারথী, বর্ষা, শাওন, সৌরভ, দ্যুলোক মজুমদার, হিমাংশু চন্দ্র, পার্থ প্রতিম।
×