ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সীমান্তে মিয়ানমারের স্থাপনা নির্মাণ, বিজিপিকে চিঠি বিজিবির

প্রকাশিত: ০৭:২৩, ১৫ জানুয়ারি ২০১৯

সীমান্তে মিয়ানমারের স্থাপনা নির্মাণ, বিজিপিকে চিঠি বিজিবির

বিডিনিউজ ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য রেখায় তুমব্রæ খালে পাকা স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি পাঠিয়েছে বিজিবি। সোমবার দুপুরে এ চিঠি দেয়া হয়েছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টরের কমান্ডার কর্নেল এসএম বায়েজিদ খান। তুমব্রæ খালে সম্প্রতি মিয়ানমার পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে এবং এর ফলে ওই এলাকায় বর্ষা মৌসুমে প্লাবনের শঙ্কা করে দেশী-বিদেশী কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও বর্ষায় ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ। কর্নেল বলেন, সোমবার সকালে তিনি তুমব্রæ সীমান্ত পরিদর্শন করেছেন এবং তুমব্রæ খালের ওপর কেন পাকা স্থাপনা নির্মাণ করছে তা জানতে চেয়ে দুপুরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি দেয়া হয়। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় বিজিবি।
×