ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

একতরফা সিদ্ধান্ত নয়

প্রকাশিত: ০৩:৫৩, ১৩ জানুয়ারি ২০১৯

একতরফা সিদ্ধান্ত নয়

ইইউ বলছে, ইরানের সঙ্গে ২৮ জাতির এই ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের ওপর নিজের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না যুক্তরাষ্ট্র। শুক্রবার এমন মন্তব্য করেছেন ইইউ-এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেদেরিকা মোগেরিনি। তিনি বলেন, একটি বিদেশী শক্তি যদি আমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হয় তারপরও অন্য কোন দেশের সঙ্গে আমাদের বৈধ বাণিজ্যিক সম্পর্কের ওপর তারা নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না -ওয়েবসাইট প্রথম বিশ্বযুদ্ধের সাবমেরিন ফ্রান্সের উত্তরাঞ্চলের এক সমুদ্র সৈকতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জার্মান ডুবোজাহাজের ধ্বংসাবশেষের দেখা মিলেছে। কেলে শহরের কাছে রিসোঁ সমুদ্র সৈকতের বালি সরিয়ে ধীরে ধীরে ইউসি-৬১ নামের সাবমেরিনটি মাথা তুলছে। ডুবোজাহাজটি ১৯১৭ সালে এ উপকূলের কাছেই পরিত্যক্ত হয়েছিল। সাবমেরিনটি দেখতে রিসো সৈকতে পর্যটকদের ভিড় বাড়লেও এটি ফের অদৃশ্য হয়ে যাবে বলে আশঙ্কা করছেন মেয়র বার্নার্ড বাজ -বিবিসি
×