ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির দায়ে মায়া দেগুইতোর কারাদন্ড

প্রকাশিত: ০৬:০৮, ১১ জানুয়ারি ২০১৯

রিজার্ভ চুরির দায়ে মায়া দেগুইতোর কারাদন্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কারাদন্ড দেয়া হয়েছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে। বৃহস্পতিবার ফিলিপিন্সের একটি আদালত অর্থপাচারের আটটি অভিযোগে তাকে কারাদন্ড দেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, মায়া দেগুইতোর বিরুদ্ধে প্রমাণ হওয়া আটটি অভিযোগের প্রত্যেকটিতে চার থেকে সাত বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ডের পাশাপাশি তাকে ১০ কোটি ৯ লাখ ডলার জরিমানারও নির্দেশ দেয়া হয়েছে। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থ ফিলিপিন্সের ম্যানিলার আরসিবিসি ব্যাংকের একটি ব্র্যাঞ্চের এ্যাকাউন্টে পাঠানো হয়। ওই সময় ওই ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন মায়া দেগুইতো। এরপরেই ওই অর্থ ফিলিপিন্সের জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। শুনানিতে বলা হয়, এই অর্থ লেনদেনে তার কোন হাত ছিল না বলে মায়া দেগুইতো যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। মায়া অবৈধ ব্যাংক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলেও আদালতের রায়ে বলা হয়েছে।
×