ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেতন ও মজুরি কাঠামোর পর্যালোচনা কমিটির বৈঠকে আশ্বাস

এক মাসের আগেই গার্মেন্টস সমস্যার সমাধান

প্রকাশিত: ০৫:০১, ১১ জানুয়ারি ২০১৯

 এক মাসের আগেই গার্মেন্টস সমস্যার সমাধান

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক মাসেরও কম সময়ের মধ্যে পোশাকখাতের বেতন নিয়ে সৃষ্ট জটিলতা দূর করার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেতন ও মজুরি কাঠামোর পর্যালোচনা কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। বার সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির দ্বিতীয় সভা আগামী রবিবার ডাকা হয়েছে। ওই সভায় পোশাকখাতের বেতনের যে অসঙ্গতি রয়েছে তা দূর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে সভাসূত্রে জানা গেছে। শ্রম সচিব শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, সরকারের প্রতি আস্থা রাখুন, কাজে যোগ দিন। ঘোষিত মজুরি কাঠামো পর্যবেক্ষণে দেখা যায় ৩, ৪ ও ৫ নম্বর ধাপে আশানুরূপ মজুরি বৃদ্ধি পায়নি। কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত এর সমাধান করা হবে। তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের যেকোন সমস্যার অভিযোগ গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের হটলাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি বলেন, অর্থনীতির মূল ভিত্তি গার্মেন্টস শিল্পকে রক্ষার জন্য মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পকে অস্থিতিশীল করার চক্রান্ত থাকতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। শ্রম সচিব বলেন, পোশাকখাতের বেতন ও মজুরি নিয়ে চলমান আন্দোলন নিরসনে সরকার আন্তরিক। আর এ কারণেই পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কথা ছিল পর্যালোচনা কমিটি আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিবে। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে একমাসেরও কম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে। কমিটি এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি আন্দোলন না করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। এদিকে, শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত পর্যালোচনা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ তৈরি পোশাক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার ভূইয়া, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, নাজমাসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এর আগে প্রতিনিধিরা শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন।
×