ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৬:৫০, ১০ জানুয়ারি ২০১৯

জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বুধবার সকালে জেলা পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, ডাঃ সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক, ডাঃ শরিফুল ইসলাম প্রমুখ। বই উৎসব নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ, ৯ জানুয়ারি ॥ বুধবার সকালে ভালুকা শহরের উপকণ্ঠে হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াছমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ চাঁন মিয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ মাস্টার।
×