ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিক দরবৃদ্ধিতে ৮ কোম্পানিকে শোকজ

প্রকাশিত: ০৬:৩০, ৯ জানুয়ারি ২০১৯

অস্বাভাবিক দরবৃদ্ধিতে ৮ কোম্পানিকে শোকজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দরে অস্বাভাবিক উল্লম্ফনের পেছনে কারসাজি বা বিধিবহির্ভূতভাবে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ হয়েছে কিনা জানতে চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, এপোলো ইস্পাত, সিভিও পেট্রোকেমিক্যাল এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কয়েক কার্যদিবসে ধরে এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। আর তাই কোম্পানিগুলোর কাছে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। তারই পরিপ্রেক্ষিতে দর বাড়ার কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষ। মেঘনা পেট ॥ গত ১৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ১৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১৪ টাকা। আর সোমবার এ শেয়ারের লেনদেন হয়েছে ২১.৭০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৭০ টাকা। আলহাজ টেক্সটাইল ॥ গত ২৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ২৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৮৭.৯০ টাকা। আর সোমবার এই শেয়ারের লেনদেন হয়েছে ১০১.৫০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৬০ টাকা। ইনফরমেশন সার্ভিসেস ॥ গত ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ২৪ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২৪.৮০ টাকা। আর রবিবার এই শেয়ারের লেনদেন হয়েছে ৩৩.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৫০ টাকা। ইউনাইটেড ইন্স্যুরেন্স ॥ গত ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ১৮ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২২.৮০ টাকা। সোমবার এ শেয়ারের লেনদেন হয়েছে ৩৫.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৮০ টাকা। মেঘনা কনডেন্স মিল্ক ॥ গত ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ২৩ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২০.৯০ টাকা। আর সোমবার এ শেয়ারের লেনদেন হয়েছে ৩২.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৪০ টাকা। এপোলো ইস্পাত ॥ গত ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ২৩ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৭.৭০ টাকা। আর সোমবার এই শেয়ারের লেনদেন হয়েছে ১০.৫০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৮০ টাকা। সিভিও পেট্রোকেমিক্যাল ॥ গত ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ২৪ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১৫২.৮০ টাকা। আর সোমবার এই শেয়ারের লেনদেন হয়েছে ২১৮.৪০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬৫.৬০ টাকা। বিআইএফসি ॥ গত ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ১৮ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৫.১০ টাকা। আর ৭ জানুয়ারি এ শেয়ারের লেনদেন হয়েছে ৭.৮০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৭০ টাকা।
×