ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালেবানের হামলায় ৩৬ জন নিহত

প্রকাশিত: ০৭:৩২, ৮ জানুয়ারি ২০১৯

আফগানিস্তানে তালেবানের হামলায় ৩৬ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের পশ্চিমে একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় পুলিশ ও সরকারী বাহিনীর অন্তত ৩৬ জন নিহত হয়েছে। সোমবার কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে রয়টার্স। খবর ইয়াহু নিউজের। প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে দেশটির বাদগিস প্রদেশের দুটি স্থানে এই হামলা চালানো হয়। দুটোই তুর্কেমেনিস্তান সীমান্তবর্তী। বাদগিসের প্রাদেশিক পরিষদের প্রধান আব্দুল আজিজ বেক বলেন, ১৪ পুলিশ ও সরকারপন্থী বাহিনীর সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। গবর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি বলেন, এই ঘটনায় ১৫ তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেন, তারা নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্যকে হত্যা এবং তাদের অস্ত্র জব্দ করেছে।
×