ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বদলে যাবে অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত: ০৫:২৯, ৭ জানুয়ারি ২০১৯

  বদলে যাবে  অর্থ  মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ এতদিন অর্থ মন্ত্রণালয় যেভাবে চলছিল সেভাবে আর নয়। অর্থ মন্ত্রণালয় বদলে যাবে। আজ সোমবার থেকেই নতুন করে কাজ শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের পরিসরও অনেক বাড়বে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের তথ্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। মুস্তফা কামাল বলেন, আমার শিক্ষা ও অর্জিত জ্ঞান দিয়ে অর্থমন্ত্রণালয়কে এগিয়ে নেব। গত ৫ বছর পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে থাকা মুস্তফা কামাল বলেন, মিথ্যা আশ্বাস দিব না। আমি ফেল করব না। প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাব। তিনি আরও বলেন, আমি আগে দেখব কোন্ কোন্ জায়গায় কি কি সমস্যা আছে বা কী অবস্থায় আছে তারপর কাজ করব। আমি কাজ করব নাম্বার বেইজ, অবজেকটিভ বেইজ এবং টাইম বেইজ। বিনিয়োগ এবং ব্যাংকিং খাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সমস্যার সমাধান হবে। আমি সে লক্ষ্যেই কাজ করব। এদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বেড়েছে। এ সময় বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ২৭.৪২ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৭.০২ শতাংশ। গত ছয় মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৪৯ হাজার ৫৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে মোট ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৬০ হাজার কোটি টাকা এবং মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিজস্ব তহবিল থেকে ৭ হাজার ৮৬৯ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। প্রথম ছয় মাসে প্রায় অর্ধেক বাস্তবায়িত হয়েছে। গত ছয় মাসে যে পরিমাণ এডিপি বাস্তবায়িত হয়েছে তার মধ্যে সরকারের নিজস্ব তহবিলের বরাদ্দ থেকে ২৮ হাজার ৮৭৭ কোটি টাকা, যা বরাদ্দের ২৫ দশমিক ৫৫ শতাংশ, বৈদেশিক সহায়তা থেকে খরচ হয়েছে ১৭ হাজার ৮১৩ কোটি টাকা, যা বরাদ্দের ২৯.৬৯ শতাংশ এবং মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৯০৫ কোটি টাকা, যা বরাদ্দের ৩৬.৯২ শতাংশ। এ সময় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব মোঃ জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
×