ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৭:৩৩, ৬ জানুয়ারি ২০১৯

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ জানুয়ারি ॥ ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিককে (৫৬) কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের ঘাটারচর সড়কের মধু সিটি আবাসন প্রকল্পের অফিসের ভেতর এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার বিকেলে আবু সিদ্দিকের ছেলে শিফাত ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটারচর সড়কে ঘুরতে গেলে মধু সিটি আবাসন প্রকল্পের লোকজনের সঙ্গে তার বিবাদ হয়। এ সময় শিফাতের গাড়ি ভাংচুর করে মধু সিটির লোকজন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে লোকজন নিয়ে শনিবার বিকেলে মধু সিটির সামনে এলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিত-া হয়। এক পর্যায়ে মধু সিটির লোকজন ধাওয়া করে আবু সিদ্দিকের লোকজনকে তাড়িয়ে দেয়। এ সময় তারা আবু সিদ্দিককে ধরে মধু সিটির নতুন অফিসে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। পরে আবু সিদ্দিককে উদ্ধার করে আটিবাজার সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আটিবাজার সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডাঃ হাবিবুর রহমান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সিদ্দিককে ঢাকার একটি বড় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মাথায়, মুখম-লে, ঘাড়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মধু সিটি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সলিমুল্লাহ সলিম জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় লোকজন নিয়ে আবু সিদ্দিক আমাদের ওপর হামলা করতে আসে। এ সময় আমাদের লোকজন প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কে বা কারা আবু সিদ্দিককে কুপিয়ে আহত করেছে বলে তিনি শুনেছেন। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আবু সিদ্দিককে কুপিয়ে আহত করা হয়েছে। ফরিদপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, বৃহস্পতিবার রাতে ফরিদপুর শহরের অম্বিকাপুর খাদ্য গুদাম এলাকায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে। সে বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, ঐ দিন রাত নয়টার দিকে অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের বাসিন্দা শহরের পুরাতন ট্র্যাকস্ট্যান্ড এলাকার মামা ভাগ্নে স্টিলের মালিক আবুল কাশেম (৪০) মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে অম্বিকাপুর খাদ্য গুদামের কাছে পৌঁছলে মোটরসাইকেলবাহী হেলমেট পরা দুই সন্ত্রাসী চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। তার চিৎকারে আশপাশের মানুষ এসে রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
×