ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খালেদার ওপর জুলুম করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:২৬, ৫ জানুয়ারি ২০১৯

খালেদার ওপর জুলুম  করা হচ্ছে ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৩৬ বছরের রাজনৈতিক জীবন পূর্ণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন। কিন্তু দেশী-বিদেশী চক্র এই জাতীয়তাবাদী নেত্রীর উত্থান সহ্য করতে পারেনি। তাই কারাগারে আটকে রেখে খালেদা জিয়ার ওপর জুলুম করা হচ্ছে। রিজভী বলেন, গণতন্ত্রকে দাফন করতে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে ৩০ ডিসেম্বর ভোটার শূন্য নির্বাচন করা হয়েছে। কারাগারে খালেদা জিয়াকে বিনাচিকিৎসা, অস্ব^াস্থ্যকর পরিবেশ এবং কারাবিধি অনুযায়ী নিকটজনদের সাক্ষাত করতে নানা ফন্দি-ফিকির করে বিলম্ব করা হচ্ছে। মূলত ৭ দিন পর পর আত্মীয়-স্বজনদের দেখা করার কথা, অথচ খালেদা জিয়ার জন্য কারা কর্তৃপক্ষ ১৫ দিন পরপর সাক্ষাতের বিধান করে। এবার ২০/২১ দিন অতিবাহিত হলেও তার আত্মীয়-স্বজনদের সাক্ষাত করতে দেয়া হয়নি। দলের সিনিয়র নেতৃবৃন্দ ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও বিগত ৪ মাস যাবত তার সঙ্গে দেখা করতে পারছেন না। রিজভী অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে জালিয়াতির নির্বাচনের পর অবৈধ শাসকগোষ্ঠী আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে। তিনি বলেন, দেশটা এখন জনগণের নয়, দেশ এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে। তাই সরকার খালেদা জিয়ার প্রতি বিদ্বেষ ও নাজেহাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে। খালেদা জিয়ার ওপর জুলুমের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আঁচ করতে না পারলেও তা যে কোন মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টর্নেডোর আঘাত আসবে তা তারা টের পাচ্ছে না। রিজভী বলেন, সারাদেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। এ কারণে ভোটের দিন বহু কেন্দ্রে সকাল ১০টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। হাজার-হাজার ভোটার ভোট দিতে এসেও ভোট দিতে পারেননি। সব কেন্দ্রে ভোটগ্রহণ খুব ধীরগতিতে করা হচ্ছিল। রিজভী বলেন, ভোটের দিন কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে দেয়া হয়নি অথবা মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এরপর বিভিন্নভাবে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা ছাড়াও এসব কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল পুলিশ ও সিভিল প্রশাসন। এসব কিছু বন্ধ করতে নির্বাচন কমিশন কিছুই করেনি। রিজভী বলেন, সরকার আর নির্বাচন কমিশনের আশ্বাসে সব দল নির্বাচনে এলো। কিন্তু পুলিশ ও সিভিল প্রশাসন এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণ্যতম এই নির্বাচন সংঘটিত করা হলো। দেশ ও জাতির প্রতি এতবড় প্রতারণা ও জালিয়াতির জন্য জনগণের আদালতে প্রকাশ্যে এগুলোর বিচার একদিন হবেই হবে। নির্বাচন কমিশনের পিঠা উৎসবের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন নির্লজ্জ বলে জনগণকে বলি দিয়ে পিঠা উৎসব করছে। নির্বাচনে বিএনপির ভুল নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে বিষয়ে রিজভী বলেন, কে ভুল করেছে ইতিহাস তার সাক্ষ্য দেবে। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন কোন মামলায় গ্রেফতার না দেখাতে হাইকোর্টের নির্দেশ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে নতুন এক মামলায় গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। সুবর্ণচরে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার চার সন্তানের জননীর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে আজ শনিবার সেখানে যাচ্ছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলটি সকাল ৭টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে রওনা দিচ্ছেন।
×