ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ফল বাতিল দাবিতে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৯

 নির্বাচনের ফল বাতিল দাবিতে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচী থেকে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নতুন করে নির্বাচনেরও দাবি জানানো হয়। সারাদেশে একযোগে এই কর্মসূচী পালন করা হয়। জোটের পক্ষে লিখিত বক্তব্য পড়েন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করে আরও একবার জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হলো। বাম গণতান্ত্রিক জোট এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছে। প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। নিরাপত্তার নামে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ‘ন্যক্কারজনক’ ভূমিকা, বাম জোটসহ বিরোধীদলগুলোর প্রার্থী ও এজেন্টদের আটক, শারীরিকভাবে লাঞ্ছিত, কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দিয়ে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে দিয়ে সরকারের ছকে নির্বাচন বাস্তবায়ন করা হয়েছে অভিযোগ করে প্রিন্স বলেন, ভোর থেকেই দেশব্যাপী ভোট কেন্দ্র দখল, প্রকাশ্য জালিয়াতি, ব্যালট পেপার প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করা হয়েছে। এসব কর্মকান্ডের নির্বাচনকে অর্থহীন ও হাস্যকর করে তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সুবর্ণচরের ঘটনা তদন্তে যাবে সিপিবি প্রতিনিধি দল। অবস্থান কর্মসূচী থেকে জানানো হয়, আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে নির্বাচনে জোটের ১৩১ প্রার্থীকে নিয়ে গণশুনানি হবে। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৩০ ডিসেম্বর অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ‘ভুয়া ভোটে’ যাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের প্রায় সবাইকে জনগণ ‘ভুয়া প্রতিনিধি’ হিসেবে বিবেচনা করছে। জনগণের কাছে ‘জনগণের প্রতিনিধি’ বলে দাবিদারদের কোন বৈধতা নেই। ভুয়া ভোটাররা সংসদে যাচ্ছে। অবস্থান কর্মসূচীতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা মোশাররফ হোসেন নান্নু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতনসহ বাম গণতান্ত্রিক জোটের অন্যান্য নেতা অংশ নেন।
×