ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কখনও নায়িকা হতে চাইনি ॥ তিশা

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জানুয়ারি ২০১৯

কখনও নায়িকা হতে চাইনি ॥ তিশা

নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এর বাইরে সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুই ক্ষেত্রেই রয়েছে তার সমান সফলতা। টিভি নাটকের সেরা অভিনেত্রী তিনি- এ কথা অস্বীকার করার উপায় নেই কারও। ছোট পর্দায় বার বার নিজেকে ভেঙেছেন। আবিষ্কার করেছেন নতুন নতুন চরিত্রে। তারই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ‘বোবা রহস্য’ শিরোনামের থ্রিলার, সাসপেন্স, প্রেম ও গোয়েন্দাধর্মী গল্পের এই ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। ছবিতে তিশা থাকবেন মূল ভূমিকায়। তার চরিত্রটিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে কাহিনী। এর বিভিন্ন চরিত্রে আরও থাকবেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, বাংলাদেশের আমান রেজা ও অরিন্দম বসুর মতো অভিনেতারা। আগামী জানুয়ারি থেকে ‘বোবা রহস্য’-এর শূটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া তিশা অভিনীত ও তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। ‘ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে।’ ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাষা আন্দোলনের উপর নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ। বরাবরের মতো সামনের দিনগুলোতেও পর্দায় তিশার ঝলমলে উপস্থিতির ইঙ্গিত মিলছে। ঠিক এমন হইরই পরিস্থিতির মধ্যেই আরেকটি সুখবর এল এবং যথারীতি তা তিশার ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। ‘বোবা রহস্য’ ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শুরুতেই এ অভিনেত্রী বলেন, ‘ভাল কিছু কাজের সঙ্গে থাকতে চাই। ভাল কাজ করতে চাই। সবসময় সে চেষ্টা করেছি। এ ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটছে না। ছবির গল্প আমি পড়েছি। আমার কাছে তা ভাল লেগেছে।’ অনুভূতি ব্যক্ত করে তিশা বলেন- ওপার বাংলায় কাজ করছি খুবই ভাল লাগছে। ওপার বাংলার ভাল একটি গল্পে কাজ করছি এটা আমার জন্য অনেক বড় ইস্যু। ‘বোবা রহস্য’। নাম দেখে অনুমান করা যাচ্ছে, এতে সম্ভবত রহস্যময় কোন চরিত্রেই অভিনয় করবেন তিশা। বোবা রহস্যর আরও তথ্য উদ্ঘাটন করতে তিশার সঙ্গে যোগাযোগ করে আনন্দকণ্ঠ। যদিও এ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তিনি। তবে সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে চাই না। তবে এতটুকু বলব, ভাল একটা গল্পের ছবি হবে এটি। আশা করছি সব কিছু মিলিয়ে একটা ভাল কাজ হবে। এবং সবাই কাজটি পছন্দ করবেন। এদিকে এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের পরিচালক হিসেবে পথচলা শুরু করবেন নির্মাতা অভিষেক বাগচি। এ ছবির মধ্য দিয়ে তিশার ক্যারিয়ারে আরেকটি বিষয় যুক্ত হতে যাচ্ছে তা হলো- এর আগে তিশা ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও বোবা রহস্যর মধ্য দিয়ে এই প্রথম এ অভিনেত্রী এককভাবে কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। রোমান্টিক, থ্রিলার ও গোয়েন্দাধর্মী এ ছবিটি প্রযোজনা করছেন সাগর সেন। বিশেষ দিবস ছাড়া এখন আর তিশাকে ছোট পর্দায় দেখা যায় না। এ প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, ছোট পর্দায় কাজ একটু কম করছি। বেছে বেছে কাজ করছি। নরমাল ডে কাজ করি না। বিশেষ দিবসে ভাল গল্প পেলে কাজ করি। নায়িক না গল্পের চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, আমি সব সময়ই গল্পের চরিত্রকে গুরুত্ব দেই। কখনও নায়িকা হতে চাইনি। একজন শিল্পী হতে চেয়েছি, একজন ভাল অভিনেত্রী হতে চেয়েছি। গল্পই আমার কাছে মূল্যবান মনে হয়। বছর শেষে কাজের মূল্যায়ন করে তিশা বলেন, আমি সব সময় প্রতিটি কাজেই হ্যাপি থাকি। বরাবরই বেছে বেছে কাজ করছি। চলতি বছর বেছে বেছে ভাল কিছু কাজ করেছি। তার রেসপন্সও পেয়েছি। নতুন বছরও বেছে বেছে কাজ করব। সব কিছু মিলিয়ে আমি হ্যাপি। নতুন বছরের পরিকল্পনার কথা জানতে চাইলে তিশা জানান, আমি কখনও পরিকল্পনা করে কাজ করি না। তাই নতুন বছরও পরিকল্পনা করে আগাতে চাই না। জানুয়ারি থেকে নতুন কিছু ছবির শূটিং শুরু করব। যেভাবে আমি ভাল চরিত্র পাব সেভাবেই কাজ করব। এখনও কিছু চিন্তা করিনি। চিন্তা করতে চাইও না। নতুন সরকারে কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিশা জানান, নতুন সরকার যেই আসুক না কেন শুধু সংস্কৃতি নয়; আমি আশা করব দেশটাকে ঠিক মতো পরিচালনা করবে। এতটুকু আমার চাওয়ার। উল্লেখ্য, ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির মাধ্যমে তিশার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। এরপর তিনি বিভিন্ন সময়ে ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়া’সহ এক ডজন ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘অস্তিত্ব’ ছবিটির জন্য তিনি ২০১৬ সালে শ্রেষ্ঠ নারী অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তার ঝুলিতে আছে ১০টি মেরিল প্রথম আলো পুরস্কার। চলচ্চিত্রের পাশাপাশি তিশা নাটকেও অভিনয় করছেন।
×