ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ইয়েস স্যার নয়, ‘জয় হিন্দ’

প্রকাশিত: ০৬:১০, ২ জানুয়ারি ২০১৯

ইয়েস স্যার নয়, ‘জয় হিন্দ’

গুজরাটের আহমেদাবাদ শহরের পরিমল বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র পাঞ্চাল হর্ষ। প্রতিদিনের মতোই শিক্ষক ক্লাসে এসে রোল কল করছিলেন। এতদিন নাম ডাকলেই ইয়েস স্যার বা প্রেজেন্ট প্লিজ বলাটাই রীতি ছিল। কিন্তু ১ জানুয়ারি পাঞ্চালের নাম ডাকার সঙ্গে সঙ্গেই সে উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে বলল, ‘জয় হিন্দ, জয় ভারত। এভাবেই স্কুলের পড়ুয়াদের নিজের উপস্থিতি জানান দিতে হবে ১ জানুয়ারি থেকে- এমনই নির্দেশ জারি করেছে গুজরাটের শিক্ষা দফতর। ‘আমাদের স্কুলেও নির্দেশ এসেছে যে ছাত্রছাত্রীরা রোল কলের সময়ে এখন থেকে ইয়েস স্যার বা প্রেজেন্ট প্লিজ না বলে জয় হিন্দ জয় ভারত বলবে। আমরা ছাত্রদের বুঝিয়েছি যে কেন জয় হিন্দ জয় ভারত বলাটা উচিত,’ বলছিলেন পরিমল বিদ্যালয়ের শিক্ষক কমলেশ প্যাটেল। তার কথায়, নিজের দেশের প্রতি, নিহত সৈনিকদের প্রতি যে সম্মান দেখানোর জন্যই যে উপস্থিতির সময়ে জয় হিন্দ জয় ভারত বলা উচিত, সেটা ছাত্রদের আজকেও বুঝিয়েছি আমি। দেশের প্রতি ভক্তি নিঃসন্দেহে বাড়বে এই নিয়মের ফলে। সরকারী নির্দেশেও বলা হয়েছে যে ছাত্রদের মধ্যে দেশ ভক্তির ভাবনা দৃঢ় করতেই ‘জয় হিন্দ জয় ভারত’ বলার নিয়ম চালু করা হচ্ছে। গুজরাটের প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা ওই নির্দেশে বলা হয়েছে যেসব সরকারী, বেসরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই নিয়ম চালু করতে হবে। কারণ হিসেবে বলা হয়: ‘কম বয়স থেকেই তাদের মনে দেশভক্তির চেতনা প্রসারিত করা যায়।’- বিবিসি
×