ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গান-কবিতায় সৈয়দ শামসুল হক স্মরণ

প্রকাশিত: ০৭:১১, ৩০ ডিসেম্বর ২০১৮

গান-কবিতায় সৈয়দ শামসুল হক স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মদিনে গান আর কবিতায় তাকে স্মরণ করলেন ঘনিষ্ঠজনরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তার গুলশানের বাসার আঙ্গিনায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার সর্বাধিক নাটকের নির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মুহাম্মদ সামাদ, কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, লেখকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক। অনুষ্ঠানের শুরুতে সৈয়দ শামসুল হকের ‘তুমি আসবে বলে’ শিরোনামে গান পরিবেশন করেন কবি ঝর্ণা রহমান। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুতরাং’ চলচ্চিত্রের গানটির সুর করেন সত্য সাহা। গানের ফাঁকে ফাঁকে এ লেখকের বন্ধুরা মঞ্চে এসে স্মৃতিচারণ করেন। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভাল লাগছে যে, তার জন্মদিনে তিনটি বই প্রকাশিত হলো আর এতজন সমবেত হয়ে তাকে বলছেন, আমরা তোমাকে ভালবাসি। একজন শিল্পী বেঁচে থাকেন তার শিল্পকর্মের মধ্য দিয়ে। সৈয়দ শামসুল হকও তার শিল্পকর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। এরপর সৈয়দ হকের লেখা ‘নুরুল দীনের সারাজীবন’ কাব্য নাটকের প্রথম অংশটুকু আবৃত্তি করেন মাহমুদুল হাসান তানভীর। এরপর বাবাকে নিয়ে লেখা ‘নিঃস্ব সন্তানের গান’ শিরোনামে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন দ্বিতীয় সৈয়দ হক। একই শিরোনামে নিজের প্রথম কবিতার বই লিখেছেন লেখকপুত্র। আসছে বইমেলায় প্রকাশ হবে বলে জানান তিনি। দ্বিতীয় সৈয়দ হক বলেন, বাবা বিরহ-বেদনা নিয়ে অনেক কিছু লিখেন। উনি তো নিঃস্বতা সেভাবে অনুভব করেননি যে রকম পরিবারের দিক থেকে করছি আমরা। মরণোত্তর ও জীবিতকালে মানুষের ভালবাসা পেয়ে গেছেন। বাবাকে ঘিরে আমার অনুভূতিগুলোই থাকবে বইয়ে। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম নেয়া এ সব্যসাচী লেখক দীর্ঘ ৬২ বছর সাহিত্য সাধনায় নিয়োজিত ছিলেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্পের বাইরে ‘মাটির পাহাড়’ ‘কাঁচ কাটা হীরে’, ‘বড় ভাল লোক ছিল’সহ বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের গানের খ্যাতি পেয়েছেন শ্রোতামহলে। মানুষটি আজ আমাদের মাঝে উপস্থিত নেই কিন্তু মনের আয়নায় তাকে দেখতে পাই। তিনি চলচ্চিত্রের অসাধারণ কিছু গান সৃষ্টি করেছিলেন। সেই গানগুলো বেঁচে থাকবে। গানের গীতিময়তা সহজেই সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। বলেন কবি ঝর্ণা রহমান। ৭০তম জন্মদিনের পর থেকে প্রতি জন্মদিনেই সৈয়দ হকের একটি করে বই প্রকাশের রীতি চালু করা হয়েছে বলে জানান তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হক। তার ধারাবাহিকতায় এবারও লেখকের তিনটি বই প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে অনূদিত ইবসেন-নাটক পীরচানের পালা (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সঙ্কলন গল্পগাথা (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সঙ্কলন জলেশ্বরীর দিনপত্রী (অরিত্র প্রকাশনী) বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
×