ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোহলিদের অপেক্ষায় রাখলেন কামিন্স

প্রকাশিত: ০৬:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৮

কোহলিদের অপেক্ষায় রাখলেন কামিন্স

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থদিনেই মেলবোর্ন টেস্ট জিততে মরিয়া ভারতকে অপেক্ষায় রাখলেন প্যাট কামিন্স। শনিবার নির্ধারিত সময়ের পরও আধাঘণ্টা বোলিং করেছে বিরাট কোহলির দল। কিন্তু নবম উইকেট জুটিতে নাথান লেয়ন ও কামিন্সের অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে তা আর হয়নি। বলতে গেলে সফরকারীদের জয় প্রলম্বিত করছেন অস্ট্রেলিয়ার লেজের দুই ব্যাটসম্যান। যেখানে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নিয়ে কামিন্স অপরাজিত ৬১ রানে, লেয়ন ৬। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২৫৮/৮। ৩৯৯ রানের জয়ের লক্ষ্যে শেষ দিনে আজ টিম পেইনদের চাই আরও ১৪১, ভারতের মাত্র ২ উইকেট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৫১ রানে। ভারত ৪৪৩/৭ (ডিক্লেঃ) ও ১০৬/৮ (ডিক্লেঃ)। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ব্যতিক্রম কিছু না ঘটলে বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১এ এগিয়ে যাওয়ার অপেক্ষায় কোহলির এ্যান্ড কোং। মেলবোর্নে কার্যত হার দেখছে অস্ট্রেলিয়া। তবে জয় ও ভারতের মাঝখানে ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন প্যাট কামিন্স। বল হাতে ভারতের দ্বিতীয় ইনিংসে ত্রাস ছড়ানো কামিন্স ব্যাট হাতেও চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ। সেটি কতটা কাজে আসবে আজ শেষ দিনেই সেটি বোঝা যাবে। এবার ‘বক্সিং ডেতে’ মাঠে গড়িয়েছেন তিনটি টেস্ট। এর মধ্যে একটি টেস্টের ফলাফল এসে গেছে। সেঞ্চুরিয়নে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রাইস্টচার্চে হারের শঙ্কা নিয়ে চতুর্থদিন শেষ করেছে শ্রীলঙ্কা। মেলবোর্নেও হারের শঙ্কা নিয়ে পঞ্চমদিন শুরু করবে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস দেখে মনে হচ্ছিল নিষ্প্রাণ ড্র উপহার দিবে স্টেডিয়ামটি। গত বছর এই মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বক্সিং ডে’র টেস্টটি ড্র হয়েছিল। মরা উইকেটের জন্য আইসিসি’র ‘বাজে’ রেটিং পেয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। কিন্তু সে রকম ঘটনা এবার আর ঘটছে না। তার কৃতিত্ব অবশ্য জসপ্রিত বুমরাহ ও প্যাট কামিন্সের। ভারতের ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বুমরাহর তোপের মুখে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৫১ রানে। কিন্তু তাদের ফলো অনে না পাঠিয়ে দ্বিতীবার ব্যাটিংয়ে নামে ভারত। উদ্দেশ্য চতুর্থ ইনিংসে স্বাগতিকদের সামনে রানের পাহাড় দাঁড় করানো। কিন্তু কোহলির সেই স্বপ্নে বাদ সাধেন কামিন্স। আগুনঝরা বোলিংয়ে থামিয়ে দেন ভারতের রানের চাকা। ৮ উইকেটে ১০৬ রানে ইনিংস ঘোষণা করা ভারতের ৬ উইকেটই তুলে নেন কামিন্স। তবে আগের ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে থাকার কারণে ৩৯৮ রানের লিড পায় সফরকারীরা। সেই লক্ষ্যে খেলতে নেমে হারের শঙ্কা নিয়েই চতুর্থদিন শেষ করেছে টিম পেইনের দল। ভারতীয় বোলারদের তোপের মুখে ২১৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপরই কামিন্স-লেয়নের অবিশ্বাস্য প্রতিরোধ। ইনিংস ও ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন প্যাট কামিন্স। তার দৃঢ়তায় পঞ্চমদিনে মেলবোর্ন টেস্ট। তবে রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহর দারুণ বোলিংয়ে জয়ের খুব কাছে দাঁড়িয়ে ভারত। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ৪৪৩/৭ ডিক্লেঃ (১৬৯.৪ ওভার; বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ১০৬, কোহলি ৮২, রাহানে ৩৪, রোহিত ৬৩*, পন্থ ৩৯, জাদেজা ৪; স্টার্ক ২/৮৭, হ্যাজলউড ১/৮৬, লেয়ন ১/১১০, কামিন্স ৩/৫১, মার্শ ০/৫১, ফিঞ্চ ০/৮) ও দ্বিতীয় ইনিংস ॥ ১০৬/৮ ডিক্লেঃ (৩৭.৩ ওভার; বিহারি ১৩, পুজারা ০, কোহলি ০, রোহিত ৫, আগারওয়াল ৪২, পন্থ ৩৩, জাদেজা ৫, শামি ০*; স্টার্ক ০/১১, হ্যাজলউড ২/২২, লেয়ন ০/৪০, কামিন্স ৬/২৭)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ১৫১/১০ (৬৬.৫ ওভার; হ্যারিস ২২, ফিঞ্চ ৮, খাজা ২১, শন মার্শ ১৯, হেড ২০, মিচেল মার্শ ৯, পেইন ২২, কামিন্স ১৭, স্টার্ক ৭*, লেয়ন ০, হ্যাজলউড ০; ইশান্ত ১/৪১, বুমরাহ ৬/৩৩, জাদেজা ২/৪৫, শামি ১/২৭, বিহারি ০/১) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৫৮/৮ (৮৫ ওভার; হ্যারিস ১৩, ফিঞ্চ ৩, খাজা ৩৩, শন মার্শ ৪৪, হেড ৩৪, মিচেল মার্শ ১০, পেইন ২৬, কামিন্স ৬১*, স্টার্ক ১৮, লেয়ন ৬*; ইশান্ত ১/৩৭, বুমরাহ ২/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭)। ** চতুর্থ দিন শেষে
×