ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভোটে সাম্প্রদায়িক অপশক্তিকে ফের পরাজিত করা হবে ॥ কাদের

প্রকাশিত: ০৬:১০, ২৮ ডিসেম্বর ২০১৮

ভোটে সাম্প্রদায়িক অপশক্তিকে ফের পরাজিত করা হবে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালে বিজয়ের ৪৭ বছর পর আরেকটি বিজয় সুচিত হতে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে মুক্তি সংগ্রামের কা-ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবার পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিকে আবারও পরাজিত করে বিজয় অর্জন করা হবে। ওবায়দুল কাদের বলেন, নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে ইনশা আল্লাহ। তিনি বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারী এ এইচ সি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি যে ওয়াদা দেই তা রক্ষা করি। আগের ওয়াদাগুলো রক্ষা করেছি। এবার আমি দুটি ওয়াদা করছি। সারা এলাকায় আলো জ্বালিয়েছি, বিদ্যুত দিয়েছি। এবার ভোটে নির্বাচিত হলে এ এলাকার প্রত্যেক ঘরে গ্যাস সংযোগ দেব। আর রাস্তা-ঘাটের উন্নয়ন যথেষ্ট হয়েছে এবার জয়লাভ করলে প্রতিটি ঘরে একজন করে বেকার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করব। নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সভা উপলক্ষে সকাল থেকে বসুরহাট এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে। জনসভায় হাজার হাজার লোক দেখে ওবায়দুল কাদের অভিভূত হন এবং উপস্থিতির জন্য নারী পুরুষ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৩০ তারিখ সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কারও উস্কানিতে কান দেবেন না। কারণ আমাদের ভরা কলস আছে। আর ভরা কলস নড়ে না। খালি কলসই নড়ে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।
×