ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে ॥ নজরুল

প্রকাশিত: ০৬:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রচারে হামলা চালানো হচ্ছে অভিযোগ করে জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা মার খায় তারাই উল্টো মামলার আসামি হয়। আর যারা মারে তারা দোষী হয় না। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, র‌্যাবের টাকা উদ্ধারের ঘটনা সাজানো নাটক। নজরুল ইসলাম খান বলেন, সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। মুক্তিযোদ্ধারাও ক্ষমতাসীন দলের হামলা থেকে বাঁচতে পারছে না। চট্টগ্রামের হাটহাজারীতে ২০ দলীয় জোট নেতা মেজর জেনারেল (অব) সৈয়দ ইবরাহিমের ওপরও মঙ্গলবার হামলা হয়েছে। হামলা করে রক্তাক্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। হামলা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের ওপর। কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তারা নিজ দলের স্বার্থে কাজ করে এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করার পরও তারা কোন ব্যবস্থা না নিয়ে উল্টো হামলাকারীদের সাফাই গেয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি বর্তমান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন। আর সেনাবাহিনীর প্রতি আবেদন জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিন। বৈঠক সূত্র জানায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে জোটের শরিক দলের এক নেতা নির্বাচন বর্জনের পরামর্শ দেয়। তবে সার্বিক আলোচনায় ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার সিদ্ধান্ত হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে বৈঠক চলে ২টা পর্যন্ত। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবদুল হালিম, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান, জমিয়তে উলামায়ের ইসলামের নেতা মহিউদ্দিন ইকরাম, মাওলানা জুনায়েদ আল হাবিবি প্রমুখ। র‌্যাবের টাকা উদ্ধারের ঘটনা সাজানো নাটক- রিজভী ॥ র‌্যাবের টাকা উদ্ধারের ঘটনা নাটক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুবাই থেকে আসা টাকার মনগড়া রচনা করা হয়েছে। মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আওয়ামী লীগ নেতারা এই বানোয়াট কাহিনী নিজেরা প্রচার না করে র‌্যাবের মহাপরিচালকের মুখ দিয়ে বলিয়েছেন। সরকার রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে শত শত কোটি টাকা দিয়ে এ রকম কল্পকাহিনী বানিয়ে বাজারজাত করার জন্য বায়োস্কোপ তৈরি করে রেখেছে। যার সঙ্গে সত্যের কোন লেশমাত্র নেই। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি নির্বাচন বর্জন করতে পারে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, না, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকব। এর আগে আপনারা দেখেছেন স্থানীয় সরকার নির্বাচনেও কী পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আমরা ছিলাম। গণতন্ত্রের জন্য যতটুকু পারব আঁকড়ে ধরব। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ও র‌্যাবের অভিযানে শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরউদ্দিন অপুকে জড়িয়ে যে কাল্পনিক কাহিনী রচিত হয়েছে, তা বুঝতে আর কারও বাকি নেই। আমাদের মনে আছে, ওয়ান-ইলেভেনের সময় সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদ বলেছিলেন, তারেক রহমান নাকি বিদ্যুত খাত থেকে ২০ হাজার কোটি টাকা লোপাট করেছেন। অথচ পরে জানা গেল পাঁচ বছরে বিদ্যুত খাতে বাজেটই ছিল ১৩ হাজার কোটি টাকা। রিজভী বলেন, সরকারের একতরফা নির্বাচনের পরিকল্পনা অনেকদিন আগের। সেজন্য সরকারের অঙ্কিত মানচিত্র অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এই তীব্র শীতে একটি জরাজীর্ণ কক্ষে তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।
×