ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে নৌকার অবিস্মরণীয় বিজয় হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ ডিসেম্বর ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে নৌকার অবিস্মরণীয় বিজয় হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ৩০ ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার অবিস্মরণীয় বিজয় হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবেগঘন কণ্ঠে বলেছেন, কাজিপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এই কাজিপুরে নৌকা কোনদিনও পরাজিত হয়নি। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পরেই শহীদ এম মনসুর আলীর কাজিপুর যুগ যুগ ধরে নৌকার বিজয় হয়েছে। তিনি বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাজিপুরে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেছেন। এর আগে তিনি চালিতাডাঙ্গা ইউনিয়নের বড়শিভাঙ্গা গ্রামে মরহুম তাঁতি মোজাম্মেল হকের বাড়িতে যান, তার কবর জিয়ারত করেন এবং তাঁতি সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সকলেই ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দেয়ার শ্রতিশ্রুতি দেন। জনসভায় শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন তালুকদারের নেতৃত্বে বিএনপি থেকে প্রায় দুই শ’ নেতাকর্মী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে মোহাম্মদ নাসিমের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। বক্তব্য দেন মোহাম্মদ নাসিমের সহধর্মিণী বেগম লায়লা নাসিম, সাবেক এমপি প্রকৌশলী তানভীন শাকিল জয়, নাসিমপুত্র তন্ময় মনসুর, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আাওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল আর্সলান, যুগ্ম সম্পাদক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, যুবলীগের আলী আসলাম, ছাত্রলীগের রাজু আহমেদ প্রমুখ। কাজীপুরে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ নাসিমের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কাজীপুরের মানুষ জেগে উঠেছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আকৃতিতে নির্মাণ করা হয়েছে জনসভার বিশাল মঞ্চ। জনসভার চারদিকে কাজীপুরের নানা মাত্রিক উন্নয়নের ছাপচিত্র শোভা পায়। কাজীপুর পৌরসভার ৯টি ওয়ার্ড, কাজীপুর উপজেলার ১২ ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা গ্রাম গ্রামান্তর থেকে এমনকি দুর্গম চরাঞ্চল থেকে নৌকায় চড়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মুহুর্মুহু স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে দুপুর ৩টার মধ্যে জনসভাস্থলে এসে পৌঁছায়। উপজেলা পরিষদ চত্বরের বিশাল মাঠ কানায় কানায় ভরে ওঠে। অনেক ইউনিযন থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা গরু গাড়িতে তুলে তা রং বেরঙের কাগজে সাজিয়ে জনসভাস্থলে নিয়ে আসা হয়। পাকা সড়ক পথে নৌকায় মাঝি ও বাইচাল বৈঠা চালিয়ে নির্বাচনে নৌকার বিজয়ের আগাম সংকেত জানান দেয়। বিজয়ের মাস ৩০ ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান জানিয়ে তিনি আরও বলেছেন, বাংলার মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। তার বক্তৃতায় এক পর্যায়ে তিনি নিজেই স্লোগান তোলেনÑ মার্কা আছে, কোন সে মার্কা, নৌকা মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা, মোহাম্মদ নাসিমের মার্কা, নৌকা মার্কা। ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না।
×