ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩২ বছর পর মিলল অপহৃত আর্জেন্টাইন নারীর সন্ধান

প্রকাশিত: ০৬:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৮

৩২ বছর পর মিলল অপহৃত আর্জেন্টাইন নারীর সন্ধান

তিন দশক আগে মানবপাচারকারীদের হাতে পড়া এক নারী আর্জেন্টিনায় তার পরিবারের কাছে ফিরতে পেরেছেন। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ বলিভিয়ার বারমেজোতে ৪৫ বছর বয়সী ওই নারীর খোঁজ পাওয়া যায়। ডিসেম্বরের শুরুতে আর্জেন্টিনা ও বলিভিয়ার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই আর্জেন্টাইনকে মুক্ত করে। বিবিসি। ৩২ বছর পর মুক্তি পাওয়া ওই নারী ও তার নয় বছর বয়সী ছেলের নাম জানা যায়নি। উদ্ধারের পর তাদের মার দেল প্লাতায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে মঙ্গলবার আর্জেন্টিনার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। অপহৃত নারীর সন্ধান পাওয়ার পর বলিভিয়ার দক্ষিণে যে বাড়িতে সন্তানসহ তাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল সেখানে অভিযান চালানো হয় বলে জানিয়েছে তারা। পুলিশ ৩২ বছর পর চলতি মাসের শুরুতে অপহৃত নারীটিকে উদ্ধারের কথা জানালেও কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত বলেনি।
×