ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুই কোরিয়ার রেল সংযোগ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৮

দুই কোরিয়ার রেল সংযোগ প্রকল্প উদ্বোধন

উত্তর কোরিয়ার রেলপথ ও সড়কের আধুনিকীকরণ এবং দুই কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনের একটি বহু আকাক্সিক্ষত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন। যা একটি মাইলফলক। ইন্ডিয়ান এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানটি উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসং এলাকায় অনুষ্ঠিত হয়। কয়েক সপ্তাহের যৌথ সমীক্ষা পরিচালিত উত্তরাঞ্চলীয় রেল বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হল। আশা করা হচ্ছে, এক সময় এটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্ত হবে। উচ্চাকাঙ্খী এই প্রকল্পটি শান্তি প্রক্রিয়ারই ইঙ্গিত বহন করে। স্থান নির্বাচন ও অনুষ্ঠান সম্পন্ন করলেও উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নেয়া হলে এই প্রকল্পটি আর এগিয়ে নেয়া সম্ভব হবে না। দক্ষিণ কোরিয়ান একত্রীকরণ মন্ত্রণালয়ের মতে, প্রায় এক শ’ দক্ষিণ কোরিয়ান প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যার মধ্যে সরকারী কর্মকর্তা ও আইন প্রণেতারা রয়েছেন। তাদের উত্তর কোরিয়ান আন্তঃকোরিয়ান সম্পর্ক সংস্থার প্রধান রি সন গোনসহ অন্য কর্মকর্তারা স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের ইকোনোমিক এ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড প্যাসিফিকের নির্বাহী সচিব আরমিদা সালসিআহ আলিজাহবানা। এছাড়া চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন। সিউল সরকার পরিকল্পনা করেছে উত্তর কোরিয়ার রেল ও সড়কপথের বিস্তারিত নক্সা তৈরি করার আগে জরিপ পরিচালনার। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র ইউজিনি লী বলেন, আমরা রেল ও সড়কপথ আধুনিকায়ন ও প্রকল্পটি কিভাবে পরিচালনা করব তা নিদিষ্ট স্তরে সমন্বয় করতে উত্তরের সঙ্গে বিস্তারিত আলোচনার পরিকল্পনা করছি। ২০ শতকের প্রথম দিকে রেলপথগুলো ধীরে ধীরে তৈরি করা হয়েছিল। সিউল জানিয়েছে, তারা বুধবারের অনুষ্ঠানে যোগ দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছে। কেননা এই সমীক্ষায় দক্ষিণ কোরিয়ার পরিবহন ও পণ্য ব্যবহার করা হবে। নবেম্বর মাসে উত্তর কোরিয়ান রেলওয়ে যৌথ সমীক্ষায় জাতিসংঘের অনুমোদনের দরকার ছিল। যার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার ট্রেনটি উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো সফর করল।
×