ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জমাট বাঁধা সার নিয়ে ডিলাররা বিপাকে

প্রকাশিত: ০৪:১৪, ২৬ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধায় জমাট বাঁধা সার নিয়ে ডিলাররা বিপাকে

অর্থনৈতিক রিপোর্টার ॥ জমাট বাঁধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার ডিলাররা। ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরাও। এ বিষয়ে বাংলাদেশ ইউরিয়া সার কারখানার বাফার গুদামের কর্মকর্তার কাছে বারবার অভিযোগ করেও সুফল মিলছে না। উল্টো জমাট বাঁধার বিষয়টি অস্বীকার করছে বাফার কর্তৃপক্ষ। গাইবান্ধার বাংলাদেশ ইউরিয়া সার কারখানার বাফার গোডাউনে চলছে জমাট বাঁধা সার ভাঙ্গার কাজ। কিছুদিন পরপরই বাফার গোডাউন থেকে এমন জমাট বাঁধা সার দেয়ার অভিযোগ করেছেন ডিলাররা। অনেকটা বাধ্য হয়েই কৃষকেরাও কিনছেন। তারা বলছেন, এসব জমাট বাঁধা সার পরিমাণে বেশি লাগে। আর আঠাল হয়ে যাওয়ায় জমিতে ছিটাতেও সমস্যা হয়। ডিলাররা বলছেন, কৃষকরা জমাট বাঁধা সার কিনতে না চাওয়ায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। বারবার গোডাউন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। যদিও অভিযোগ মানতে নারাজ গোডাউন কর্তৃপক্ষ। অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, জমাট বাঁধা সার ব্যবহারে ফসলের কোন অসুবিধা হয় না। সংশ্লিষ্টরা জানান, গাইবান্ধার বাফার গোডাউনে এখন ৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। এর মধ্যে জমাট বাঁধা সারের পরিমাণ ১ হাজার মেট্রিক টন।
×