ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চেম্বার আদালতে খালেদার আবেদন

প্রকাশিত: ০৭:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৮

 চেম্বার আদালতে খালেদার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে খারিজ হওয়া রিটের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। একই সঙ্গে আরও ৭ প্রার্থী প্রার্থিতা ফিরে পেতে চেম্বারে আবেদন করেছেন। আজ সোমবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্টে বিফল হয়ে এবার তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে আপীল বিভাগে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পৃথক তিনটি রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রবিবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাইকোর্টে যে রিটটি দায়ের করেছিলেন গত ১৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। খালেদা জিয়ার আইনজীবীরা তখনই বলেছিলেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে যাবেন। ৭ প্রার্থীর আবেদন ॥ হাইকোর্টে প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের চেম্বার আদালতে ৭ সংসদ সদস্য প্রার্থী আবেদন করেছেন। রবিবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আপীল আবেদন দায়ের করা হয়। আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। আবেদনকারীরা হলেন, বিএনপি মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন, জয়পুরহাট-১ আসনের মোঃ ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের মোঃ আবদুল মজিদ, বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ ও জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার।
×