ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ঐক্যফ্রন্ট ॥ কাদের

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ ডিসেম্বর ২০১৮

  নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ঐক্যফ্রন্ট ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এরা সহিংসতা ও নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা জনগণের প্রত্যাশিত শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নিতে চাচ্ছে। তাদের এ অশুভ তৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও রুখে দেয়ার আহ্বান জানান তিনি। রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন। আর শপথ নিন স্বাধীনতাবিরোধীদের চূড়ান্তভাবে পরাজিত করার। তারা ক্ষমতায় এলে লাশের মিছিল হবে, রক্তের দরিয়া বইবে, বিএনপি আগুনসন্ত্রাস, খুন ও দুর্নীতি ছাড়া দেশবাসীকে কিছুই দিতে পারেনি। তিনি বলেন, বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারও হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-সদর আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।
×