ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধানের শীষ জয়ী না হলে গণতন্ত্র মুক্তি পাবে না ॥ কুমিল্লায় ফখরুল

প্রকাশিত: ০৬:৫২, ২০ ডিসেম্বর ২০১৮

ধানের শীষ জয়ী না হলে গণতন্ত্র মুক্তি পাবে না ॥ কুমিল্লায় ফখরুল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ধানের শীষ জয়ী না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। তাই আমরা দেশের গণতন্ত্রের মুক্তির জন্য নির্বাচনে গিয়েছি। নির্বাচনে ধানের শীষ জয়ী না হলে দেশমাতা খালেদা জিয়ার মুক্তি হবে না। তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা যাবে না। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীসহ দেশের কারাবন্দী নেতাকর্মীরা মুক্তি পাবে না। জনগণকে সংগঠিত হতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী কামান-ট্যাংক দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারেনি, এখন স্বাধীন দেশে সরকার চাইছে জনগণকে দমিয়ে রাখতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠেছে। এদেশের মালিক আপনারা, কোন ব্যক্তি বা গোষ্ঠী নয়। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তির জন্য আপনাদের নিকট একটা ভোট ভিক্ষা চাই। বুধবার বিকেলে কুমিল্লা-১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত কারাবন্দী প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দলের কারাবন্দী প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী।
×