ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট শীঘ্রই কিছু ব্যবস্থা নেবেন ॥ ফরাসী প্রধানমন্ত্রী

আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

প্রকাশিত: ০৪:৩৪, ১০ ডিসেম্বর ২০১৮

 আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে টানা চার সপ্তাহের ছুটির দিনগুলোতে আন্দোলন ও সহিংসতার পর ‘জাতীয় ঐক্য পুনর্প্রতিষ্ঠার’ ওপর জোর দিয়েছেন ফরাসী প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ। খবর বিবিসির। শনিবার আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোন করই আমাদের জাতীয় ঐক্যকে গুড়িয়ে দিতে পারবে না। আমাদের এখন আলোচনা, কাজ ও একে অপরের কাছাকাছি আসার মাধ্যমে জাতীয় ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে।’ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সংলাপকে উৎসাহিত করতে শীঘ্রই কিছু ব্যবস্থা নেবেন বলেও ফিলিপ জানিয়েছেন। জীবনধারণের বাড়তি ব্যয় ও জ্বালানি করের বিরুদ্ধে পথে নেমে আসা ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনকারীদের দমাতে শনিবারও পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করতে হয়েছে। এ দিন প্রায় এক হাজার লোককে আটক করা হলেও সহিংসতার মাত্রা আগের সপ্তাহের তুলনায় কম ছিল। তার সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ। অস্থিরতা সামাল দিতে সক্ষম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্টোফ কাস্তেনেয়ার। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট ম্যাক্রোঁও ‘সাহস ও অভাবনীয় দক্ষতা দেখানোয়’ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। এদিন ফ্রান্সজুড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনকারী রাস্তায় নেমেছিলেন বলে ধারণা ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আন্দোলন ঠেকাতে সরকার দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৯০ হাজার সদস্যকে মোতায়েন করেছিল। রাজধানী প্যারিসে মোতায়েন ৮ হাজার সদস্যের সঙ্গে ১২টি সাঁজোয়া যানও ছিল। প্যারিসের বিক্ষোভটিই ছিল সবচেয়ে সহিংস।
×