ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বারি পরিদর্শনে ২০ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৪:৪০, ৮ ডিসেম্বর ২০১৮

 বারি পরিদর্শনে  ২০ সদস্যের  প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং চীনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। এসময় বারি’র সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের জীব প্রযুক্তি ল্যাব, আইপিএম ল্যাব, টক্সিকোলজি ল্যাব, মসলা গবেষণা মাঠ, হাইড্রোপনিক্স ল্যাব পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদশনকালে বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) মোঃ শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ আবদুল ওহাব এবং সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্য উর্ধতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
×