ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রংপুর-৬ আসনে এবার নির্বাচন করছেন না শেখ হাসিনা

প্রকাশিত: ০৬:১৫, ৭ ডিসেম্বর ২০১৮

রংপুর-৬ আসনে এবার নির্বাচন করছেন না শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি ॥ নিজ শ্বশুরবাড়ি রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে এবার নির্বাচন করছেন না আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনটিতে নির্বাচন করবেন বর্তমান এমপি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। কেন্দ্রীয় ও পীরগঞ্জ উপজেলার দলের নেতাকর্মীদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পীকারে হাতে নৌকার চিঠি তুলে দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকার ভোটারদের প্রতি অনুরোধ জানান। গত ২৭ নবেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এ মমিনের কাছে প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এবং পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নিজের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তাদের দু’জনের মনোনয়নপত্র বৈধ হয়। এতদিন নেতাকর্মীদের মধ্যে কৌতূহল ছিল এবার পীরগঞ্জের পুত্রবধূ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বর্তমান এমপি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী কে নৌকা নিয়ে লড়ছেন। নেতাকর্মীদের কৌতূহলের সবকিছুর অবসান হয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার পীরগঞ্জ আসনের সর্বস্তরের নেতাকর্মী এবং জেলার নেতাদের গণভবনে ডাকা হয়। তাদের সামনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাতে নৌকার চিঠি তুলে দিয়ে বলেন, আপনাদের এমপি (শিরীন শারমিন চৌধুরী) আমার মেয়ে। তাকে আপনাদের হাতে তুলে দিলাম। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন। এ সময় উপস্থিত নেতারা বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
×