ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আই এ্যাম রাজ’ মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর

প্রকাশিত: ০৭:৩১, ২ ডিসেম্বর ২০১৮

‘আই এ্যাম রাজ’ মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে নতুন জুটির এ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘আই এ্যাম রাজ’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী ৭ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম আজাদ। চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক সোহেল হাওলাদার। চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ ইব্রাহীম। আর তার বিপরীতে রয়েছেন লাক্সকন্যাখ্যাত নবাগত অভিনেত্রী সাবরিনা মামিয়া। ‘আই এ্যাম রাজ’ চলচ্চিত্রে রাজ ইব্রাহীম ও সাবরিনা মামিয়া ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, অমির সিরাজী, গুলশান আরা পপি ও ইলিয়াস কোবরাসহ আরও অনেকে। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত, শরীফ আহমেদ এবং রাজীব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে চৌধুরী এন্টারটেইনমেন্ট। এই চলচ্চিত্রের মাধ্যমেই দীর্ঘদিন পর দেশীয় চলচ্চিত্রে এ্যাকশন ঘরানার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন নবাগত রাজ। চলচ্চিত্রে এ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পেতে দীর্ঘদিন ধরেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ভারতের কলকাতার স্মরনিকা একাডেমি থেকে টানা ৮ মাস ফাইট এবং নাচের প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি। চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেতা রাজ ইব্রাহীম বলেন, দেশ এবং দেশের বাইরে এ্যাকশন ধারার বাংলা চলচ্চিত্রকে প্রতিষ্ঠা করার জন্যই আমার চলচ্চিত্রে আসা। আমার বিশ্বাস আমার চলচ্চিত্রটি দেখে দর্শকরা অনেকদিন পর বাংলা চলচ্চিত্রে পরিপূর্ণ বিনোদন পাবেন। পাশাপাশি নির্মাতারাও নতুন করে সামাজিক এ্যাকশন ধারার চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হবেন।
×