ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তুরাগে জোড়া খুন

ডাকাতি করা টাকা ভাগবাটোয়ারায় হত্যাকাণ্ড

প্রকাশিত: ০৭:০০, ২ ডিসেম্বর ২০১৮

ডাকাতি করা টাকা ভাগবাটোয়ারায় হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুই হত্যাকারী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে হত্যাকা-ে ব্যবহৃত দেশীয় অস্ত্র রড ও বঁটি। নিহতরা ডাকাত দলের সদস্য। ডাকাতি করা টাকার ভাগবাটোয়া নিয়ে কোন্দলের জেরে ওই দুই ডাকাতকে হত্যা করে তাদের সহযোগীরা। চলতি বছরের ২০ অক্টোবর রাতে তুরাগ থানাধীন উত্তরার ১৬ নং সেক্টরের ২ নম্বর প্লটে কাশবনের ভেতর থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। পরদিন লাশ দুটি শনাক্ত করে তাদের পরিবার। এদের মধ্যে কামাল হোসেন বাড়ি ফরিদপুর জেলা সদরপুরে। তার বাবার নাম শেখ জলিলের ছেলে ও নগরকান্দার আজম শেখের ছেলে ইমন শেখ। গত ৩০ নবেম্বর বিকেলে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল মনির হোসেনের নামের একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মোতাবেক ওইদিনই রাত সাড়ে এগারোটার দিকে একই এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করে।
×