ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবলীগের দ্বন্দ্ব-সংঘাতে ৩শ’ যাত্রীর ফ্লাইট মিস, সিডিউল বিপর্যয়

প্রকাশিত: ০৬:১৪, ২ ডিসেম্বর ২০১৮

তবলীগের দ্বন্দ্ব-সংঘাতে ৩শ’ যাত্রীর ফ্লাইট মিস, সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব এজতেমা নিয়ে তবলীগ জামাতের দুই পক্ষের দিনভর দ্বন্দ্ব সংঘাতের দরুন সিডিউল বিপর্যয় ঘটেছে দেশী-বিদেশী সব এয়ারলাইন্সের। এতে ফ্লাইট মিস করছেন তিন শতাধিক যাত্রী। তাদের সান্ত¡না বা ক্ষতিপূরণ দেয়ার দায় স্বীকার করেনি বিমানসহ কোন এয়ারলাইন্স। ফ্লাইট ধরতে না পেরে কয়েকজন যাত্রীকে লাগেজ হাতে নিয়ে কান্নাকাটি করতেও দেখা গেছে টার্মিনাল ভবনে। বিমানের মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট) নুরুল ইসলাম হাওলাদার জনকণ্ঠকে বলেছেন, অধিকাংশ ফ্লাইট ডিলে হওয়ার অভিযোগ আছে আমাদের কাছে। তবে কোন যাত্রী এখনও পর্যন্ত আমাদের কাছে এসে ক্ষতিপূরণ বা হোটেল দেয়ার দাবি করেনি। যদি করে তবে অবশ্যই আমরা তাকে সেই সেবা দিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার সকাল থেকেই গোলচক্করের সামনে জড়ো হতে থাকে তবলীগের সাদবিরোধীরা। এ সময় শত শত সাদবিরোধীদের গোলচক্করে অবস্থান নেয়ায় আশপাশের সড়ক ও মহাসড়কে দেখা দেয় অচলাবস্থা। বিমানবন্দরমুখী কোন যাত্রী নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। বেশির ভাগই আধঘণ্টা একঘণ্টা বিলম্বে পৌঁছেন। সিডিউল মোতাবেক অর্ধেক যাত্রীও চেকইন কাউন্টারে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় অধিকাংশ ফ্লাইটই আধঘণ্টা থেকে একঘণ্টা বিলম্বে ছাড়ে। জানা গেছে, সকাল থেকেই সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের সবকটা ফ্লাইট বিলম্বের শিকার হয়। এতে কলকাতা আধঘণ্টা বিলম্বে ১০টা ২৫, কাঠমান্ডু আধঘণ্টা বিলম্বে এগারোটায়, ব্যাঙ্কক একঘণ্টা বিলম্বে সাড়ে বারোটায় ও লন্ডন ফ্লাইটও দু’ঘণ্টার বিলম্বে ঢাকা ছাড়ে। তবে বিমান জানিয়েছে, ব্যাঙ্কক ফ্লাইট যাত্রীর অভাবে আধঘণ্টা ও যান্ত্রিকত্রুটির দরুন আধঘণ্টা মোট একঘণ্টা বিলম্বের শিকার হয়। নুরুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, লন্ডন ফ্লাইট বিলম্বের শিকার হয়েছে আইকাও এর অডিটের দরুন। বিমানের শুধু সিঙ্গাপুর ফ্লাইট সঠিক সময়ে ঢাকা ছেড়েছে। বিদেশী ১১টির মধ্যে ৮টি ফ্লাইট বিলম্বের শিকার হয়। দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান সংস্থাটির সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্লাইট ছাড়ার সময় পর্যন্ত মাত্র ৫০ শতাংশ যাত্রী বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে পেরেছে। অন্য যাত্রীদের জন্য তারা অপেক্ষা করছেন। বিমানবন্দরের এয়ারট্রাফিক কনট্রোল টাওয়ারে দায়িত্বপ্রাপ্ত সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা মোঃ জাকির জানান, যানজটে আটকাপড়া ৮-১০ জন যাত্রী তাদেরকে ফোন করে ফ্লাইট বিলম্ব করার জন্য অনুরোধ করেছেন। সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছেড়েছে। ১০ থেকে ১৫ জন যাত্রী এই ফ্লাইট ধরতে পারেননি। চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এই ফ্লাইটে যাওয়ার কথা ছিল। তিনিও বিমানবন্দরে পৌঁছতে পারেননি। ইউএস-বাংলার কলকাতাগামী ফ্লাইট ৩০ মিনিটি দেরিতে ছাড়লেও ১০-১৫ জন যাত্রীকে ছাড়াই যেতে হয়েছে। দুপুর দেড়টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট ছাড়ার কথা থাকলেও সেটিও দেরি করেছে। দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মাত্র ৫০ শতাংশের মতো যাত্রী বিমানবন্দরে উপস্থিত হতে পেরেছিলেন। অন্যান্য যাত্রীদের জন্য এই ফ্লাইটেও বিলম্ব হচ্ছে। এর বাইরে দুপুরে ইউএস-বাংলা, নভোএয়ার ও বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও একই বিলম্বের শিকার হয়। সড়কে যান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে এই ফ্লাইটগুলো ছাড়তে পারেনি। যান চলাচল বন্ধ থাকায় শত শত মানুষকে বিমানবন্দর সড়কে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে। অনেককেই ভারি লাগেজ নিয়ে মোটরসাইকেলে করে বিমানবন্দরের দিকে যাচ্ছেন। এ সময় সোনা মিয়া নামের এক যাত্রী জানান, ব্যাঙ্কক ফ্লাইটটা অল্পের জন্য মিস করলাম। যদি রাস্তায় গণ্ডগোল না থাকত তাহলে এমনটি হতো না।
×