ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশেষ বর্ধিত সভা

প্রকাশিত: ০৬:৫৫, ১ ডিসেম্বর ২০১৮

  বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশেষ বর্ধিত সভা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের এক বিশেষ বর্ধিত সভা শুক্রবার সকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং সারা দেশ থেকে আগত জেলা ও উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকরা অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। সভায় নৌকায় ভোট দেয়ার আহ্বান সংবলিত লিফলেট প্রকাশসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আলোচনা করেন, এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. খুরশীদা বেগম, প্রফেসর ড. শাহীনুর রহমান, প্রফেসর মোঃ আবদুর রশীদ, আঃ জলিল ভূঁইয়া, প্রফেসর ড. কামরুল আহসান খান, অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, অধ্যক্ষ অশোক তরু, অধ্যাপক মোফাচ্ছের হোসাইন জীবন, প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার, মোখতার আহমেদ প্রমুখ। বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×