ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পাউন্ডে জগদীশ চন্দ্রের ছবি!

প্রকাশিত: ০৪:৫১, ১ ডিসেম্বর ২০১৮

 ব্রিটিশ পাউন্ডে জগদীশ চন্দ্রের ছবি!

ব্রিটিশ পাউন্ডে প্রখ্যাত বাঙালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছবি আসতে পারে। দেশটির ৫০ পাউন্ডের নয়া নোটে এই বাঙালীর ছবি ছাপার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ব্যাংক অব ইংল্যান্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ২০২০ সালে এই নোট বাজারে আসবে। খবরে বলা হয়েছে, ২০২০ সালে যে নতুন নোট আসবে সে নোটে বিশ্বের কোন খ্যাতনামা বিজ্ঞানীর ছবি রাখার কথা ভাবা হচ্ছে। বিশ্বের অন্যান্য বিজ্ঞানীর সঙ্গে তালিকায় প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী ও ফিজিওলজিস্ট জগদীশ চন্দ্রের নামও রয়েছে। তালিকায় স্টিফেন হকিং, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, গ্রাহাম বেল এবং অন্যান্য বিজ্ঞানীর নামসহ কয়েক শ’ বিশিষ্ট ব্যক্তির নাম ঠাঁই পেয়েছে। তবে জগদীশ চন্দ্রের নাম তালিকায় উপরের দিকে রয়েছে বলে খবরে ইঙ্গিত করা হয়েছে।- ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×