ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৪:২৭, ৩০ নভেম্বর ২০১৮

আশুলিয়ায় শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ নবেম্বর ॥ আশুলিয়া থানায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পোশাক শ্রমিক মেহেদী হাসান টিপুকে অপহরণ করে হত্যার পর লাশ ৮ টুকরো করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় পুলিশের এসআই মনিরুজ্জামান এবং ৩ কনস্টেবল সাদ্দাম, মামুন ও ফকরুল আহত হয়। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। বুধবার রাত ২টার দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় মান্নানের বাঁশবাগানের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবলু হোসেন মুন্সী (২৭)। সে বগুড়ার সোনাতোলা উপজেলার কেটনি মুন্সিপাড়া গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জানা গেছে, ৯ নবেম্বর আশুলিয়া থেকে মেহেদীকে অপহরণ করা হয়। মেহেদীর গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার অনন্তরামপুর গ্রামে। সে আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করত। এরপর ১২ নবেম্বর নিশ্চিন্তপুর এলাকার রাস্তার পাশে পলিথিন ব্যাগের ভিতরে মেহেদীর মস্তকবিহীন ৭ টুকরো মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানায় গিয়ে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে। ১৫ নবেম্বর বাবলুর বাসা থেকে মস্তক উদ্ধার করে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ২৬ নবেম্বর আমান উল্লাহ, আলিম ও সুমন নামের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা পরদিন আদালতে হত্যাকা-ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। তারা জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হোতা ছিল বাবলু।
×