ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ফায়ারিং প্র্যাক্টিস কালে পুলিশ গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৪:১৮, ২৯ নভেম্বর ২০১৮

ফায়ারিং প্র্যাক্টিস কালে পুলিশ গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা পুলিশের ফায়ারিং স্পেসে ফায়ারিং প্রাক্টিসের সময় বরিশাল জেলা পুলিশে কর্মরত নায়েক আবু মুছা (২৫) নিজের পিস্তলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে নগরীর শিরোমণিতে খুলনা জেলা পুলিশ লাইনে ফায়ারিং প্রাক্টিস চলছিল। এ সময় বরিশাল জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য (নায়েক) আবু মুছার বন্দুকের গুলি আটকে যায়। তখন তিনি অস্ত্রটি সচল করতে গেলে অসাবধানবসত গুলিটি বের হয়ে তার পেটে বিদ্ধ হয়ে তা পিঠ দিয়ে বের হয়ে যায়। ঘটনার পর দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুসাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ওই নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক এবং মাইক্রোবায়োলজি বিভাগের উপদেষ্টা প্রফেসর জাহেদ উদ্দিন মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শুভময় দত্ত। অনুষ্ঠানে ইনসেপ্টা ভেকসিন লিমিটেডের এনিমেল ভেকসিন বিভাগের ম্যানেজার ড. মোহাম্মদ হুমায়ুন কবির সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি।
×