ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি ইস্যুতে সিনেটকে জানাবেন পম্পেও ও ম্যাটিস

প্রকাশিত: ০৩:৫১, ২৮ নভেম্বর ২০১৮

সৌদি ইস্যুতে সিনেটকে জানাবেন পম্পেও ও ম্যাটিস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বুধবার সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি বিষয়ে সিনেটরদের ব্রিফ করবেন। সৌদি আরব নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। এক জ্যেষ্ঠ রিপাবলিকান আইন প্রণেতা সোমবার এ কথা বলেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদের প্রতি জোরালো সমর্থন কিছু রিপাবলিকানকে মর্মাহত করেছে। এবং প্রতিবেশী ইয়েমেনে চলমান নির্মম সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধ ইয়েমেনে গুরুতর মানবিক সঙ্কট সৃষ্টি করেছে। সিনেট ফরেন রিলেশন্স কমিটির বিদায়ী চেয়ারম্যান ও ট্রাম্পের সমালোচক বব কর্কার বলেছেন, বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এক রুদ্ধদার অধিবেশনে পূর্ণ সিনেটকে পম্পেও ও ম্যাটিস ব্রিফ করবেন। তিনি বলেন, তিনি আশা করছেন সিআইএর ডিরেক্টর জিনা হ্যাসপেল এই অধিবেশনে যোগ দেবেন। ট্রাম্প গত সপ্তায়ে বলেন জামাল খাশোগির হত্যার পরিকল্পনার বিষয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অবগত ছিল কিনা সেটি পরিষ্কার নয়। এএফপি।
×