ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেণ্ডারিয়ায় ডিবির সঙ্গে গুলি বিনিময়ে সন্ত্রাসী ইমু নিহত

প্রকাশিত: ০৪:২৫, ২৭ নভেম্বর ২০১৮

গেণ্ডারিয়ায় ডিবির সঙ্গে গুলি বিনিময়ে সন্ত্রাসী ইমু নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ২২ মামলার আসামি ইমন (ইমু) নিহত হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি ইমন শীর্ষ সন্ত্রাসী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা জানায়, নিহতের নাম ইমন ওরফে ইমু ওরফে সুলতান ওরফে ইয়াছিন ওরফে জানু ওরফে জানে আলম ওরফে সুমন ওরফে শুটার ইমু (৩৫)। তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মহিষার গ্রামে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের বিস্তর অভিযোগ রয়েছে। সে ছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশ জানায়, গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ জড়ো হয়ে অপরাধে লিপ্ত হওয়ার অপেক্ষায় ছিল। রবিবার দিবাগত রাতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ডিবি গেণ্ডারিয়ার ডিস্টিলারি রোড ধূপখোলা মাঠ চটপটি গেটের ভেতর যায়। এ সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। উভয়ের গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সন্ত্রাসীকে পুলিশ দ্রুত ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল হতে একটি বিদেশী রিভলবার যার ম্যাগাজিনের ভেতরে ৫ রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধার করা হয়। নিহতে বিষয়ে ডিএমপি জানায়, ইমন মহানগর এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি মামলার তথ্য পাওয়া গেছে।
×