ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অনিয়মের দায়ে ওয়াসার ছয় পরিদর্শককে অব্যাহতি

প্রকাশিত: ০৬:৪০, ২৬ নভেম্বর ২০১৮

 অনিয়মের দায়ে ওয়াসার ছয় পরিদর্শককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ বিল সহকারীর মাধ্যমে অবৈধভাবে কাজ করা, মিটার না দেখে বিল করা, হোল্ডিং না দেখা ও প্রকৃত রিডিং সংগ্রহ না করে বিল জারিসহ নানা অনিয়মের দায়ে ৬ রাজস্ব পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা ওয়াসার মিরপুর কার্যালয়ে দুদকের হটলাইনে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাতেনাতে ধরার পর তাদের অব্যাহতি দেয়া হয়। দুদক সূত্র জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। অব্যাহতিপ্রাপ্তরা হলো রাজস্ব পরিদর্শক এমদাদুল হক, আশরাফুল হাছান, মাহমুদুল হাছান, বদরুজ্জামান বাদল, আবু তালেব ও আবু তালেহা। রবিবার দুপুরে মিরপুর-১০ এর ওয়াসার জোন-১০ কার্যালয়ে অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক টিমের সুপারিশে তাদের অব্যাহতি দেয়া হয়। দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়।
×