ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজশিক্ষক ছেলের কান্ডে দিশেহারা মা

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ নভেম্বর ২০১৮

কলেজশিক্ষক ছেলের কান্ডে দিশেহারা মা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্বামীর রেখে যাওয়া ব্যাংকের অর্থ কৌশলে হাতিয়ে নিয়েছেন কলেজ শিক্ষক ছেলে। জমিতে থাকা গাছ, পুকুরের মাছও বিক্রি করে দিয়েছেন ছেলে। শুধু তাই নয়, অসহায় বৃদ্ধ মাকে দেখাশোনা পর্যন্ত করে না। উল্টো মাকেই প্রাণনাশের হুমকি দেয়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মা লালবানু (৫৫)। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকইল গ্রামে এ ঘটনায় মা এখন আশ্রয় নিয়েছেন রাজশাহীতে মেয়ের বাসায়। সম্প্রতি নিয়ামতপুর থানায় নিজে বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন তিনি। লালবানু নাকইল গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত সন্তানের নাম হুমায়ন কবীর। তিনি রাজশাহীর তানোর উপজেলার তালোন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের কৃষি বিষয়ের শিক্ষক। শিক্ষক সন্তান হয়েও মায়ের প্রতি এমন আচরণে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। জানা যায়, লালবানুর স্বামী মৃত ইমাজ উদ্দিন নিয়ামতপুর থানাধীন জোনাকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১৪ সালের ২৩ জানুয়ারি ইমাজ উদ্দিন মারা যান। মৃত্যুকালে তিনি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভাতা ৮ লাখ ৯৩ হাজার ৮২৮ টাকা ও অবসর ভাতার ৩ লাখ ৪৪ হাজার ২৩৬ টাকাসহ ১২ লাখ ৩৮ হাজার ৬৪ টাকা রেখে যান। ইমাজ উদ্দিনের মৃত্যুর পর তার পরিবারের লোকজন ব্যাংকে রেখে যাওয়া অর্থের সঠিক বণ্টনের জন্য বসে। সেই সময় হিসাব মতো লালবানুর অংশ ১ লাখ ৫৪ হাজার ৭৫৮ টাকা ও তার দুই বোন শাকিলা ও সানজিদা ৫ লাখ ৪১ হাজার ৬৫৩ টাকা পাবে বলে নির্ধারণ করা হয়। মা ও দুই বোনের মোট ৬ লাখ ৯৬ হাজার ৪১১ টাকা তুলে দেবেন বলে হুমায়ন কবীর দায়িত্ব নেন। সরল বিশ্বাসে মেয়েদের সঙ্গে নিয়ে লালবানু আমমোক্তারনামা করে দেয় হুমায়নের নামে। পরে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে হুমায়ন কবীর। কিন্তু মা ও বোনের ভাগ সে আর বুঝিয়ে দেয়নি।
×