ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:১৩, ২৩ নভেম্বর ২০১৮

উবাচ

এরশাদের দুঃখ স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশের ইতিহাসে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই’ এই বক্তব্যটি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। সাধারণ মানুষ এরশাদকে সুখী মানুষ মনে করেন। কিন্তু এরশাদ বলছেন তিনি ইতিহাস সেরা দুঃখী তার চেয়ে কারো দুঃখ বেশি নয়। সম্প্রতি মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ বক্তব্য দেয়ার সময় এরশাদ বলেন, তোমরা আমার ওপর দায়িত্ব ছেড়ে দাও। আমি যা করব পার্টির স্বার্থেই করব, তোমাদের স্বার্থেই করব। সময়মতো আমি আমাদের সিদ্ধান্ত জানাব। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। তাই আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি তা তোমরা গ্রহণ করবে তো? এরশাদ আরও বলেন, ‘আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের। আমাদের তো বিলীন হয়ে যাওয়ার কথা। দেশে এখন দুটি দল মাত্রÑ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আর কোন দল নেই। আমার দুঃখ-কষ্টের কথা স্মরণ করে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করব তা তোমরা গ্রহণ করবে বলে আশা করি। তিনি বলেন, এই পার্টির জন্য আমার চেয়ে কেউ এত দুঃখ-কষ্ট সহ্য করে নেই। একটা দিনের জন্যও মুক্ত ছিলাম না আমি। এখনও নই। একটা দিনের জন্যও শান্তিতে ছিলাম না। এখনও মামলা চলছে আমার। মামলার নিষ্পত্তি হয় নেই। এই মামলার ভার মাথায় নিয়ে আমি তোমাদের নেতৃত্ব দিয়েছি। রাজনৈতিক ছেলে স্টাফ রিপোর্টার ॥ কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন, আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক, ছেলে। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও তার আদর্শ রয়েছে। দেশের রাজনৈতিক দলের মধ্যে গামছা প্রতীকের মালিক কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়াতে মানুষের সেই কাদের সিদ্দিকীর সঙ্গে এই কাদের সিদ্দিকীকে মেলাতে কষ্ট হয়েছে। এখনও তিনি কি একই ভূমিকায় রয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেছেন আমি নির্বাচনই করতে চাই না, সারাদেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই তিনি তলাফাটা নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। এখানেই শেষ নয় জাতীয় শোক দিবসে নিজের জন্মদিন পালন করেন খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে এত বড় কারাগার নেই, যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। যে টাকা তছরুপ হয়নি, সেই দুই কোটি টাকার জন্য যে বিচারক খালেদা জিয়াকে জেল দিয়েছেন ওই বিচারকেরও একদিন বিচার হবে। আমিই ওই বিচারকের বিরুদ্ধে মামলা করব। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। ইতিহাস বলছে মুক্তিযুদ্ধের পর খালেদা জিয়াকে নিজের সংসার ফিরিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেই শোকের দিনটিকেই নিজের জন্মদিন হিসেবে পালন করছেন বেগম জিয়া। বঙ্গবন্ধুর রাজনৈতিক ছেলে কাদের সিদ্দিকী সেই খালেদা জিয়ার মুক্তির জন্য আলোড়ন তুলতেই প্রস্তুত। পিতার নির্মম নিহত হওয়ার দিনে যে ভুয়া জন্মদিনের আনন্দ করে তার মুক্তির জন্য এই জিহাদ ঘোষণা কেবল রাজনৈতিক ছেলের পক্ষেই করা সম্ভব। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ভাবে মান্না স্কাইপিতেই কাঁপে স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতি আনুগত্য প্রদর্শনকারী নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, তারেক রহমানের লন্ডনে বসে স্কাইপিতে কথা বলেন, ঢাকায় বসে ক্ষমতাসীনরা কাঁপে। কিন্তু মান্না কল্পনায় এই কাঁপন দেখলেও আর কেউ দেখেনি। সম্প্রতি দ-প্রাপ্ত তারেক রহমান নিজের দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নিয়েছেন। দুর্নীতি এবং ২১ আগস্ট হত্যা মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান কি করে সাক্ষাতকার নেন এ নিয়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আইনে যাই বলা থাকুক না কেন বিএনপির এই কর্মকা-ে দলটির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আদালতে প্রমাণ হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমানের নির্দেশ ও পরিকল্পনাতে করা হয়েছিল। দেশের রাজনৈতিক ইতিহাসে বড় কলঙ্কিত ঘটনার একটি ২১ আগস্ট গ্রেনেড হামলা। দেশকে রাজনীতি শূন্য করার চক্রান্তকারীর কাছে সাক্ষাতকার দিয়ে যারা মনোনয়ন পাচ্ছেন তারাইবা জনগণের কাছে কি উত্তর দেবেন, যদি কেউ প্রশ্ন করেন চক্রান্তকারীর প্রতি কেন এত আস্থা! মান্না বলছেন, দেশ পরিবর্তনের উপকূলে দাঁড়িয়ে আছে। গোটা দেশ ফুঁসছে। জনগণ অনেক ধৈর্য ধরেছে। এবার একটা সুযোগ চায়। তারা সঠিক জবাব দেবে। সেই জবাবের উত্তর মিলবে ১ জানুয়ারি প্রথম প্রহরে। সকলে মনে করছেন জনগণ নিশ্চয়ই হত্যা, ষড়যন্ত্র আর দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে দেশটাকে আবার পিছিয়ে দেবে না।
×