ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চৌগাছায় বাসে না চড়ায় অন্তঃসত্ত্বাকে মারপিট

প্রকাশিত: ০৪:৩৬, ২৩ নভেম্বর ২০১৮

 চৌগাছায় বাসে না চড়ায় অন্তঃসত্ত্বাকে মারপিট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাসে না চড়ে ভাইয়ের ভ্যানে চেপে হাসপাতালে যাওয়ার ‘অপরাধে’ আট মাসের অন্তঃসত্ত¡া এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে বাসচালক ও তার সহকারীর বিরুদ্ধে। বুধবার দুপুরে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আট মাসের অন্তঃসত্ত¡া শাহনাজ বেগম, তার মা ফেরদৌসী বেগম ও খালা পারুল বেগমকে সঙ্গে নিয়ে ভাই ফিরোজ হোসেনের ভ্যানে চড়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। পুড়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে অবস্থানরত যশোর-ব- ১১-০১৪০ নম্বর বাসের চালক শাহাজান আলী ও তার সহকারীরা তাদের আটকে দেয়। বলে, অবৈধ যানবাহনে চড়ে যাওয়া যাবে না। বাসে চড়ে যেতে হবে। গর্ভবতীকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে জানিয়ে তারা চৌগাছার উদ্দেশে আসতে থাকেন। ভ্যানটি চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে ওই বাসটি সামনে চলে আসে। ভ্যানটিকে আটকে দিয়ে চালক শাহাজান আলী ও সুপারভাইজার বুড়ো বাস থেকে নেমে ভ্যানের চালক ও অন্তঃসত্ত¡া শাহনাজ বেগমের ভাই ফিরোজকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় শাহনাজ মারধর করতে নিষেধ করায় ড্রাইভার শাহাজান তাকেও চড়-থাপ্পড় মারে। তাদের মারপিটে ওই নারী ভ্যানের ওপর চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। এ সময় স্থানীয় দোকানিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। গর্ভবতীকে মারপিটের ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে চালক ও তার সহকারীরা বাসটি নিয়ে দ্রæত চলে যায়। এর ওই নারী তার মা-খালা ও ভাইকে নিয়ে কান্নাকাটি করতে করতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের দফতরে যান। সরকারী ছুটি থাকায় ইউএনও অফিসে ছিলেন না। তাকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। ইউএনও তাদের থানায় অভিযোগ দিতে বলেন। এরপর ওই নারীর পরিবার চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে চালক শাহাজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ২০ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে রাস্তায় চালাচ্ছি। তারা বাসে না চড়ে ভ্যানে চড়ার কারণে তাদের মারপিট করেছি।’
×