ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অস্বীকার সাংসদের

এক এমপির বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৬, ২১ নভেম্বর ২০১৮

 এক এমপির বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের খোঁজ রাখেন না। অধিকার হরণ করেন। নির্যাতন করেন। সে সংসদ সদস্য হয়ে জাতিকে শোষণ-নিপীড়ন ছাড়া কী দেবে? এমন অভিযোগ আনা হয়েছে জামালপুর-২ (ইসলামপুর) আসনে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী মোস্তফা আল মাহমুদের বিরুদ্ধে। মঙ্গলবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগটি করেছেন তার স্ত্রী নুজহাতুন নেছা। এ সময় মনোনয়ন প্রত্যাশী মোস্তফার দুই সন্তান ওমর ফারুক ও মোবাসের মাহমুদ বুশরা উপস্থিত ছিলেন। এদিকে স্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করে মোস্তফা আল মাহমুদ বলেন, তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সন্তানদের পড়াশোনাসহ সব খরচই তিনি বহন করেন। স্ত্রীকে গাড়ি ও ফ্ল্যাট ভাড়া করে দিয়েছেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বলেন, আমার স্ত্রী চায় না আমি নির্বাচন করি। এ কারণেই সে এ ধরনের অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা স্ত্রীর অভিযোগগুলো খতিয়ে দেখতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে নুজহাতুন জানান, আমার স্বামী ব্যবসায়ী মোস্তফা আল মাহমুদ ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি। তিনি আমাকে ও আমার দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বর্তমানে তিনি আমাদের ছেড়ে গুলশানে বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন। শুধু তাই নয়। আমার চাচাতো বোনের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। আর এ ব্যাপারে বাধা দেয়ায় আমাদের ওপরে অত্যাচার ও হত্যার হুমকি অব্যাহত রেখেছেন স্বামী মোস্তফা আল মাহমুদ।
×