ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বাপ-মায়ের শ্রেষ্ঠ সন্তান ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৪:৫৪, ২১ নভেম্বর ২০১৮

 শেখ হাসিনা  বাপ-মায়ের  শ্রেষ্ঠ সন্তান ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাপ-মায়ের শ্রেষ্ঠ সন্তান হিসেবে মনে করি শেখ হাসিনাকে। তিনি সব হারিয়েও দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি বলেন, আমি নির্বাচন করমু এই গ্যারান্টি নেই। আজকেও মরে যেতে পারি। আজকেও আমার শেষ দিন হতে পারে। আর যে সব খুনীদের মধ্যে রাজনীতি করছি, যে কোন সময় তারা আমাকে মারতে পারে। তারা শেখ হাসিনাকেও মারতে চায়, তারা মানুষ পুড়িয়ে মারে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এ সময় শামীম ওসমান শিমরাইল ও আটিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটার ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ ফুলের তৈরি নৌকাও উপহার দেন। আবার কেউ তাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় ভোটারদের কাছে শামীম ওসমান দোয়া চান। অনেক বয়স্ক নারী ও পুরুষ ভোটার তার মাথায় হাত রেখে তাকে দোয়া করেন। শামীম ওসমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও আওয়ামী লীগ থেকে এ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশা করে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন। শামীম ওসমান বলেন, বিগত ৫ বছর আমি পাগলের মতো এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। সব কাজ শেষ করতে পারি নাই। কারণ আমার আগে এমপি যারা ছিলেন তারা কাজ করেন নাই। ১২ বছর কাজের গ্যাপ ছিল। আল্লাহর যদি হুকুম হয় আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে এবং আমার মা (শেখ হাসিনা) যদি প্রধানমন্ত্রী হন ও আমি যদি এমপি হই তবে ইনশাল্লাহ সব কাজ শেষ করব। শামীম ওসমান বলেন, আমি বেশি দিন রাজনীতি করব না। কিন্তু আমার নারায়ণগঞ্জকে সুন্দর করতে চাই। সমস্ত শরীর যদি বাংলাদেশ হয় তবে নারায়ণগঞ্জ আমার হৃদপি-। সেই হৃদপি-কে আমি সাজাবো। বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জকে দেখতে আসবে। শামীম ওসমান বলেন, আমরা সুন্দর সমাজ চাই। রাস্তাঘাট স্কুল কলেজ-পুল সব করে দেব। কিন্তু মাদকমুক্ত সন্তান গড়তে একটি সুন্দর সমাজ চাই। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজউদ্দিন রেনু, সাদেকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও ১০ ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
×