ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করাই ভাল

প্রকাশিত: ০৬:৩৬, ২০ নভেম্বর ২০১৮

  গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করাই ভাল

আইওএস ব্যবহারকারীদের জন্য ডিফল্ট প্ল্যাটফর্ম হিসেবে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করাই সবচেয়ে ভাল, এমনটাই মত দিয়েছেন স্বয়ং এ্যাপল প্রধান টিম কুক। সেই সঙ্গে তিনি আরও জানান, ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য এ্যাপল তাদের সাফারি ওয়েব ব্রাউজারে নিয়ন্ত্রণ রাখে। রবিবার রাতে টেলিভিশন চ্যানেল এইচবিওতে এক সাক্ষাতকারে এ্যাপলের ডিভাইসগুলোতে গুগল সার্চকে ডিফল্ট সার্চ প্ল্যাটফর্ম হিসেবে রাখতে গুগলের সঙ্গে আইফোন নির্মাতাদের শত শত কোটি ডলারের চুক্তির পক্ষ নিয়ে মত দিয়েছেন কুক। তিনি বলেন, ‘আমি মনে করি তাদের সার্চ ইঞ্জিন সবার সেরা। কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা নিয়ন্ত্রণের জন্য কী করেছি তা দেখুন। আমাদের প্রাইভেট ওয়েব ব্রাউজিং আছে, ইনটেলিজেন্ট ট্র্যাকিং প্রতিরোধ ব্যবস্থা আছে।’ গুগল ২০১৮ সালে এ্যাপলকে নয় শ’ কোটি ডলার দিতে যাচ্ছে। আর এক্ষেত্রে গুগলের উদ্দেশ্য হচ্ছে আইফোনে আইওএস-এর সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সার্চকে রাখা। -অর্থনৈতিক রিপোর্টার
×