ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

প্রকাশিত: ০৭:০২, ১৭ নভেম্বর ২০১৮

 কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গমাটি, ১৬ নবেম্বর ॥ দায়ক-দায়িকাদের প্রস্তুত করা চীবর (কাপড়) ধর্মীয় গুরু (ভান্তের) হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শুক্রবার রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহারে সমাপ্ত হয়েছে পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এটি ৪৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান। চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশিষ রায় দায়ক-দায়িকাদের পক্ষ থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু ভান্তের হাতে এ চীবর তুলে দেন। চীবর প্রদান অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার রাঙ্গামাটির রাজবন বিহার পরিণত হয় জনসমুদ্রে । তিন পার্বত্য জেলা সহ দেশের অন্যান্য জেলা হতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিপুল সংখ্যক লোকজন এদিন জড়ো হয়েছে রাজবন বিহারে। বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী লোকজনের ও সমাগম ঘটে এদিন। ফলে কঠিন চীবর দানানুষ্ঠানের এই ধর্মীয় অনুষ্ঠান পরিণত হয়েছে সার্বজনীন অনুষ্ঠানে।
×