ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে বিপন্ন ও বিরল প্রজাতির নেপালী ঈগল উদ্ধার

প্রকাশিত: ০৭:০০, ১৭ নভেম্বর ২০১৮

 নাটোরে বিপন্ন ও বিরল প্রজাতির নেপালী ঈগল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ নবেম্বর ॥ নলডাঙ্গা থেকে বিশ^ব্যাপী বিপন্ন ও বিরল প্রজাতির একটি নেপালী ঈগল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর গ্রামের ফারুক হোসেনের বাড়ি থেকে বিবিসিএফ ও সবুজ বাংলা নামক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহায়তায় এই ঈগলটি উদ্ধার করে উপজেলা প্রশাসন। পাখিটি উদ্ধারের পর রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নেয়া হয়েছে। পাখিটি উদ্ধারকালে অন্যান্যেরও মধ্যে উপস্থিত ছিলেন, বিলহালতি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ ইসাহাক আলী, স্থানীয় ইউ.পি সদস্য মোঃ সঞ্চয় হোসেনসহ অনেকে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) দফতর ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বৃক্ষ নিধন, বন উজাড়সহ নানান কারণে প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে পাখিগুলো।
×